গার্দিওলা স্বীকার করলেন, এদেরসনের বিশেষ গুণ মিস করবে ম্যানচেস্টার সিটি

ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মাকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে ট্রান্সফার ডেডলাইনের শেষ দিনে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে, দীর্ঘদিনের নির্ভরযোগ্য গোলরক্ষক এদেররসন যোগ দিয়েছেন তুর্কি ক্লাব ফেনারবাচেতে।
যদিও দোন্নারুম্মা বিশ্বসেরা গোলরক্ষকদের একজন হিসেবে বিবেচিত, তবু তিনি বল বিতরণে (ডিস্ট্রিবিউশন) ততটা পারদর্শী নন। আর এটাই ছিল এদেরসনের সবচেয়ে বড় শক্তি, যা তাকে গার্দিওলার আট বছরের সাফল্যের অন্যতম ভিত্তি বানিয়েছিল।
প্রিমিয়ার লিগে আসন্ন ম্যানচেস্টার ডার্বিকে সামনে রেখে সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, “আমি সবসময় খেলোয়াড়দের গুণাবলীর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করি। আমি কখনোই ‘গিগি’ (দোন্নারুম্মা)-কে এমন কিছু করতে বলব না, যেটা তার স্বস্তির জায়গা নয়। এদেরসন বিতরণে আমি যত গোলরক্ষক দেখেছি, তাদের মধ্যে সেরা।”
তিনি আরো যোগ করেন, ‘আমরা দোন্নারুম্মাকে এনেছি এদেরসনের কাজগুলো করানোর জন্য নয়।
গিগির আলাদা মান রয়েছে। সে মাত্র ২৬ বছর বয়সী, ইতালি জাতীয় দল এবং বড় ক্লাবে খেলার অসাধারণ অভিজ্ঞতা রয়েছে। সে বিশাল লম্বা, শক্তিশালী এবং বড় ম্যাচগুলোতে নিজেকে প্রমাণ করেছে।’
দোন্নারুম্মার আগমনে তরুণ গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।
২২ বছর বয়সী এই কিপার গ্রীষ্মে সিটিতে ফিরে এসে মৌসুমের প্রথম তিন ম্যাচেই প্রথম একাদশে খেলেছেন। এ বিষয়ে গার্দিওলা বলেন, ‘জেমস সিটির জন্য দুর্দান্ত গোলরক্ষক। কিন্তু আমি একবারে একজনকেই খেলাতে পারি। মৌসুম অনেক লম্বা, তাই সবাই সুযোগ পাবে।’
টানা দুই ম্যাচ হেরে খেই হারানো সিটি এবার ডার্বিতে ফিরতে চায় জয়ের ধারায়।
এরই মধ্যে দুর্দান্ত ফর্মে আছেন আর্লিং হালান্ড, যিনি নরওয়ের হয়ে আন্তর্জাতিক ম্যাচে পাঁচ গোল করেছেন।
লিভারপুলের কোচ আর্নে স্লট নতুন সাইনিং আলেকজান্ডার ইসাককে বিশ্বের সেরা স্ট্রাইকার বলে দাবি করলেও গার্দিওলা স্পষ্ট জানিয়েছেন, হালান্ডের সঙ্গে কাউকে বদলাবেন না। তিনি বলেন, ‘ইসাক অসাধারণ খেলোয়াড়, তবে আর্লিং একটু এগিয়ে। অবশ্য কেউ কেউ এমবাপ্পে, মেসি বা রোনালদোকে বলবে। তবে আমি হালান্ডকে কারো সঙ্গে বদলাব না।’
তবে খারাপ খবরও আছে। মিসরীয় ফরোয়ার্ড ওমর মারমুশ হাঁটুর চোটে কয়েক সপ্তাহের জন্য বাইরে থাকবেন। বিশ্বকাপ বাছাইয়ে বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচে তিনি চোট পান। গার্দিওলা আশা করছেন, পরবর্তী আন্তর্জাতিক বিরতির আগে তিনি ফিরতে পারবেন।
এ ছাড়া রক্ষণভাগের তারকা জন স্টোনসও মাংসপেশির চোটে ভুগছেন এবং ডার্বির জন্য অনিশ্চিত।