img

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আসন্ন নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ এর জন্য এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছে। এবারের আসরে প্রথমবারের মতো ‘সম্পূর্ণ নারী ম্যাচ অফিসিয়াল প্যানেল’ দায়িত্ব পালন করবেন।

এর আগে ২০২২ সালের কমনওয়েলথ গেমস (বার্মিংহাম) এবং সর্বশেষ দুটি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অল-উইমেন অফিসিয়াল প্যানেল কাজ করেছে। তবে এটি হবে প্রথম ওয়ানডে মহিলা বিশ্বকাপ, যেখানে সম্পূর্ণ টুর্নামেন্ট পরিচালনা করবেন নারী আম্পায়ার ও রেফারিরা।

 

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘নারী ক্রিকেটের প্রসার ও উন্নয়নকে এগিয়ে নেওয়ার কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত আরেকটি বড় মাইলফলক।’

মোট ১৪ জন আম্পায়ার এবং চারজন ম্যাচ রেফারি নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ক্লেয়ার পলোস্যাক, জ্যাকলিন উইলিয়ামস এবং সু রেডফার্ন থাকছেন তৃতীয়বারের মতো মহিলা বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্বে। তালিকায় রয়েছেন বাংলাদেশি আম্পায়ার সাথিরা খান জেসিও।

 

 

ম্যাচ রেফারি : ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিটজ, জি. এস. লক্ষ্মী ও মিশেল পেরেইরা। 

আম্পায়ার : লরেন এজেনব্যাগ, ক্যান্ডেস লা বোর্ডে, কিম কটন, সারা ডামবানেভানা, সাথিরা জাকির জেসি, কেরিন ক্লাস্টে, জননী এন, নিমালি পেরেরা, ক্লেয়ার পলোস্যাক, বৃন্দা রাঠি, সু রেডফার্ন, এলোয়িজ শেরিডান, গায়ত্রী ভেনুগোপালন ও জ্যাকলিন উইলিয়ামস। 

এই বিভাগের আরও খবর


সর্বশেষ