img

টিজারের পর আজ বুধবার অন্তর্জালের মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী অভিনীত ‘রক্তবীজ ২’ সিনেমার ‘চোখের নীলে’ গান। রোমান্টিক এই গানের অন্যতম প্রধান আকর্ষণ মিমির বিকিনি লুক। একেবারে বলিউড নায়িকাদের স্টাইলে সমুদ্রসৈকতে নীল বিকিনি পরে মিমির হেঁটে যাওয়া উষ্ণতা ছড়াতে বাধ্য। 

থাইল্যান্ডের নির্জন সমুদ্রসৈকতে জমে উঠেছে মিমি-আবিরের ঘনিষ্ঠ প্রেম! কখনো আবিরের কোলে এসে বসছেন মিমি, আবার কখনো দোলনায় বসে প্রেমে মত্ত হচ্ছেন দুজনে।

সব মিলিয়ে এই গানের অন্যতম হট এবং রোমান্টিক গান হতে চলেছে চোখের নীলে।

 

গানটি গেয়েছেন অনুপম রায় এবং নবাগতা গায়িকা সুচন্দ্রিকা গোলদার। এই গানের হাত ধরে যেন আবার সেই পুরনো দিনে চলে গেলেন শ্রোতারা।

প্রসঙ্গত, এর আগেও ছবির প্রথম রোমান্টিক গান দর্শকদের নজর কেড়েছিল।

অঙ্কুশ এবং কৌশানির কেমিস্ট্রিও ছিল চোখে পড়ার মতো। এই গান দুটি ছাড়া আরো দুটি গান মুক্তি পেয়েছে যার মধ্যে একটি হলো ‘বাবুর মা’ অন্যটি ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’ করতে যেও না। নুসরাতের ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’ গানটি ইতিমধ্যেই অন্যতম ট্রেন্ডিং গান হয়ে উঠেছে। 

 

চলতি বছর দুর্গাপূজায় মুক্তি পাবে শিবপ্রসাদ এবং নন্দিতা পরিচালিত ‘রক্তবীজ ২’।

ইতিমধ্যেই টিজার এবং ট্রেলার মুক্তি পেয়েছে, যা দর্শকদের উত্তেজনা আরও কিছুটা বাড়িয়েছে। এবার শুধু ছবি মুক্তির পালা। সিনেমাটিতে মিমি-আবির ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং সীমা বিশ্বাস। এই সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে। এছাড়াও দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিককেও।

 

এই বিভাগের আরও খবর