অনেকগুলো ব্যালন ডি’অর জিততে চান ইয়ামাল

বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল মাত্র ১৮ বছর বয়সে ২০২৫ সালের ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার হয়ে উঠেছেন। এক বছর আগে কোপা ট্রফি জেতার পর, এবার ব্যক্তিগত সাফল্যের আরো বড় স্বপ্ন দেখছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
ইয়ামাল ইতিহাসে সবচেয়ে কম বয়সী হিসেবে ব্যালন ডি’অর না জিতলেও, বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে নিজের স্থান ধরে রাখতে চান তিনি। এক পডকাস্টে কথা বলার সময় তিনি জানিয়েছেন, তার লক্ষ্য একাধিক ব্যক্তিগত ট্রফি জেতা।
ইয়ামাল বলেছেন, ‘আমি আমার বন্ধুদের বলেছি, আমি একটি ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখি না, আমি অনেকগুলো জেতার স্বপ্ন দেখি। আমি বিশ্বাস করি আমি এমন একজন খেলোয়াড়, যার এটা অর্জনের ক্ষমতা আছে। যদি আমি এটা অর্জন করতে না পারি, তবে তার কারণ হবো আমি নিজেই। তাই, আমি অনেকগুলো ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখি।
যখন সেই দিন আসবে, আমি খুব খুশি হব। আর এরপরও আমি আরো জেতার এবং দলের সঙ্গে সাফল্য অর্জনের চেষ্টা চালিয়ে যাব।’
গত মৌসুমে ইয়ামাল ১৮ গোল ও ২৫ অ্যাসিস্টের অবদান রেখে বার্সেলোনাকে ঘরোয়া ট্রেবল জেতাতে সাহায্য করেছেন। এবারের মৌসুমের শুরুতে পাঁচ মস্যাচে সাত গোলে সরাসরি অবদান রয়েছে তার।