জেসিআই বাংলাদেশ আয়োজনে এইট বল টুর্নামেন্ট

জেসিআই বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এইট বল টুর্নামেন্ট ২০২৫। গত ৬ সেপ্টেম্বর টুর্নামেন্টের তৃতীয় সিজন অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডির কিউ বিলিয়ার্ডে। এতে অংশ নেন দেশের বিভিন্ন চ্যাপ্টারের সদস্যরা।
২১টি লোকাল অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা ছিল খেলোয়াড়ি মনোভাব, ঐক্য ও উদ্দীপনার এক অনন্য প্রদর্শনী।
রেগুলার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন অ্যাডভোকেট শহরিয়ার আলম (জেসিআই ঢাকা এক্সেলেন্স) এবং রানার-আপ হয়েছেন মো. গোলাম সরওয়ার চৌধুরী (জেসিআই চট্টগ্রাম)।
এনজিবি এলপি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন মো. গোলাম সরওয়ার চৌধুরী (জেসিআই চট্টগ্রাম) এবং নকিবুল হক (জেসিআই বরিশাল) রানার-আপ হয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সভাপতি কাজী ফাহাদ এবং জাতীয় পর্যায়ের কর্মকর্তারা। টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে সহায়তা করে শিরোনাম স্পনসর টেকনো ড্রাগস লিমিটেডসহ অন্যান্য অংশীদাররা।
আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্টটির উদ্দেশ্যে কেবল খেলা নয়—এর মাধ্যমে তরুণদের মধ্যে ঐক্য, বন্ধুত্ব ও নেতৃত্বের শক্তিকে আরো জোরদার করা।