img

দুই বছর আগে না ফেরার দেশে পাড়ি জমান চিত্রনায়িকা পরীমনির নানা শামসুল হক গাজী, যিনি ছিলেন পরীর শক্তি, একই সঙ্গে অনুপ্রেরণা। তিনি পরীমনির সঙ্গে ঢাকাতেই থাকতেন। প্রতিদিন পরীর ঘরে ফেরার অপেক্ষায় থাকতেন নানা। 

এবার তার জন্য ঘরে অপেক্ষায় থাকে দুই সন্তান।

সম্প্রতি ‘রঙিলা কিতাব’-এ অসাধারণ অভিনয়ের জন্য জনপ্রিয় ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডস জিতেছেন পরীমনি। সেই অ্যাওয়ার্ডস নিয়ে বাসায় ফেরার সময় ঘরের দরজা খুলে দেয় তার দুই সন্তান।

 

বিষয়টি তাকে আবেগপ্রবণ করেছে। ফেসবুক পোস্ট দিয়ে ভক্তদের সঙ্গে এই অনুভূতি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

May be an image of 3 people, baby and people smiling

পরীমনি লিখেছেন, ‘এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য এভাবে অপেক্ষা করেনি। গতকাল রাতে যখন আমি অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলাম তখন দরজা খুলেই তারা দুজন এক ঝাঁপে আমার কোলে উঠে বসল। কী লাগে জীবনে আর!’

সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানিয়ে অভিনেত্রী আরো লিখেন, ‘শুকরিয়া খোদা।

আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে। আহা! কী সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রূপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ।’

 

এই বিভাগের আরও খবর


সর্বশেষ