img

নেপালে জেন জি নেতৃত্বাধীন চলমান বিক্ষোভে সরকার টালমাটাল হয়ে পড়েছে। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানানো হয়েছে।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে অলি বালুওয়াতারে তার সরকারি বাসভবন থেকে নিরাপদে বেরিয়ে আসা ও দেশত্যাগের জন্য সেনাবাহিনীর কাছে সাহায্য চেয়েছেন।

 

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি আরো জানিয়েছে, অলি চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন।

এ জন্য বেসরকারি বিমান সংস্থা হিমালয় এয়ারলাইনসকে প্রস্তুত রাখা হয়েছে।

 

অন্যদিকে এনডিটিভিসহ ভারতীয় একাধিক গণমাধ্যমে বলা হয়েছে, অলি হেলিকপ্টারে করে গোপন স্থানের উদ্দেশে রওনা হয়েছেন। তাদের প্রকাশিত একটি ভিডিওতে সামরিক হেলিকপ্টারে কয়েকজনকে উঠতে দেখা গেছে। প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে, ওই হেলিকপ্টারে করেই অলি অজ্ঞাত স্থানের উদ্দেশে রওনা হয়েছেন এবং সম্ভবত তিনি দুবাইয়ে যাবেন।

 

শত শত বিক্ষোভকারী মঙ্গলবার দুপুরে অলির দপ্তরে প্রবেশ করার পর তিনি পদত্যাগ করেন। নাগরিকরা তার বিলুপ্ত মন্ত্রিসভায় ব্যাপক দুর্নীতির দায়ে জবাবদিহি দাবি করছে। এমন অস্থিরতার মধ্যে অলি তার দায়িত্ব উপপ্রধানমন্ত্রী বিষ্ণু পৌডেলকে অর্পণ করেছেন। জনঅসন্তোষ থামার কোনো লক্ষণ না থাকলেও প্রধানমন্ত্রী মঙ্গলবার নিয়ন্ত্রণে থাকার বার্তা দেওয়ার চেষ্টা করেছেন।

 

সেদিন সন্ধ্যায় সর্বদলীয় বৈঠক আহ্বান করার ঘোষণা দেন তিনি।

 

বিবিসির তথ্য মতে, প্রধানমন্ত্রী অলি, সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ একাধিক শীর্ষস্থানীয় রাজনীতিকের বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর কার্যালয়কেও লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত বিক্ষোভকারীদের সিংহ দরবার ও সংসদ ভবন কমপ্লেক্সে প্রবেশের খবর পাওয়া গেছে।

কাঠমাণ্ডুসহ দেশের বিভিন্ন প্রান্তে বিপুলসংখ্যক তরুণ-তরুণী রাস্তায় নামলে তাদের ঠেকাতে সশস্ত্র পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

 

সরকারের দমনমূলক পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে পানিসম্পদমন্ত্রী প্রদীপ যাদব পদত্যাগ করেছেন। কৃষি ও পশুপালন মন্ত্রী রাম নাথ আধিকারী ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

 

এদিকে নেপালের বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট কার্যত প্রায় অচল হয়ে পড়েছে।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ