ইউক্রেনীয় গ্রামে রুশ হামলায় ২০ জনের বেশি বেসামরিক নিহত : জেলেনস্কি

প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্ব ইউক্রেনের একটি গ্রামে রাশিয়ার বিমান হামলায় ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। নিহতরা সাধারণ মানুষ এবং ঘটনার সময় তারা ইয়ারোভার ডোনেটস্ক বসতিতে তাদের পেনশন সংগ্রহ করছিলেন বলে তিনি জানান।
স্লোভিয়ানস্কের উত্তরে অবস্থিত ইয়ারোভা শহরটি এই অঞ্চলের অন্যতম বড় কেন্দ্র, যা এখনো সরাসরি সামনের সারির কাছাকাছি নয়। যদিও পূর্ব দিকে রাশিয়ান বাহিনী ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।
যদি এই হামলার খবর নিশ্চিত হয়, তবে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরুর ৪২ মাস পর সাম্প্রতিক ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের মধ্যে নিহতের সংখ্যা এটিই সবচেয়ে বেশি। আগস্টের শেষে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে।
রাশিয়া কিয়েভে এখন পর্যন্ত যুদ্ধের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়ে রাজধানীর প্রধান সরকারি ভবনে আঘাত হেনেছে। এই হামলাকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ দীর্ঘায়িত করার উদ্দেশ্যে একটি নির্মম আক্রমণ বলে অভিহিত করেছেন।
ইয়ারোভায় হামলার নৃশংস দৃশ্য অনলাইনে প্রকাশ করে জেলেনস্কি বলেন, রাশিয়ার সর্বশেষ হামলাকে বর্ণনা করার মতো কোনো শব্দ নেই। রাশিয়ার সেনাবাহিনী এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। জেলেনস্কি বিশ্বকে নীরব না থাকার আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জি-২০ গোষ্ঠীর দেশগুলির উচিত এ হামলার বিরুদ্ধে স্পষ্ট প্রতিক্রিয়া জানানো।
সূত্র : বিবিসি