বিশ্বকাপে জায়গা পেতে কোহলি-রোহিতকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন কুলিনান

সাবেক দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যান ড্যারিল কুলিনান শনিবার ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান বিরাট কোহলি ও রোহিত শর্মাকে পরামর্শ দিয়েছেন, ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপে প্রতিযোগিতায় থাকার জন্য আরো বেশি ক্রিকেট খেলার প্রয়োজন।
ভারতীয় মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে কুলিনান বলেন, ‘দক্ষতা এবং অভিজ্ঞতার দিক থেকে তারা পারদর্শী, তবে আন্তর্জাতিক ক্রিকেটের শারীরিক ও মানসিক চাপে টিকে থাকার জন্য ধারাবাহিক খেলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিছু ম্যাচ খেললেই হবে না। যদি আমি কোচ বা নির্বাচক হই, আমি চাইব তারা মাঠে বেশি সময় কাটাক এবং নিয়মিত খেলুক।’
তিনি আরো জানান, কোহলি ও রোহিতকে প্রতিটি টুর্নামেন্টে খেলার প্রয়োজন নেই, তবে ওয়ার্ল্ড কাপের আগে মানসম্পন্ন ক্রিকেটে অভ্যস্ত হতে হবে। ‘তাদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, আন্তর্জাতিক ক্রিকেটের চাপের সঙ্গে অভ্যস্ত হতে হবে এবং সম্পূর্ণ ফিট থাকতে হবে। এ ছাড়া অন্য কোনো বিকল্প নেই,’ বলেন কুলিনান।
উল্লেখ্য, কোহলি ও রোহিত ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
২০২৫ সালের মে মাসে তারা এক সপ্তাহের ব্যবধানে টেস্ট ক্রিকেট থেকেও বিদায় নিয়েছেন। তবে ৫০ ওভারের ফরম্যাটে এখনো তারা ভারতের হয়ে খেলছেন। সংবাদ সূত্রে জানা গেছে, কোহলি ও রোহিত ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত খেলতে ইচ্ছুক, তবে তাদের লম্বা সময়ের পরিকল্পনায় টিম ম্যানেজমেন্টের স্থায়ী জায়গা আছে কি না তা এখনো স্পষ্ট নয়।
কিছু সংবাদ বলা হয়েছে, এই দুই অভিজ্ঞ ক্রিকেটার আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নামবেন।