বিসিবির নির্বাচন কমিশনের দায়িত্ব যারা পেলেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন কবে হবে তা জানিয়ে দেওয়া হয়েছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে আজ কমিশনও গঠন করেছে বিসিবি।
আজ এক বিবৃতিতে তিন সদস্যের নির্বাচন কমিশনের নাম জানিয়ে দিয়েছে বিসিবি।
সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেইনকে প্রধান নির্বাচন কমিশন করা হয়েছে। তার দুই সঙ্গী হচ্ছেন সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম।
এবারের নির্বাচনে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দাঁড়ানোর কথা রয়েছে। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী হতে পারেন বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
মূলত তিন ক্যাটাগরিতে ২৩ জন পরিচালক নির্বাচিত হন। আর বাকি দুজনকে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। তাদের ভোটেই পরে সভাপতি নির্বাচিত হন।
তিন ক্যাটাগরির মধ্যে ক্লাব থেকে নির্বাচিত হন ১২ জন।