ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরলেন পগবা

ডোপিং নিষেধাজ্ঞার দীর্ঘ লড়াই শেষে অবশেষে চ্যাম্পিয়নস লিগে ফিরলেন ফরাসি মিডফিল্ডার পল পগবা। ২০২৫-২৬ মৌসুমের গ্রুপ পর্বে এএস মোনাকোর স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে ডোপ টেস্টে পজিটিভ হয়ে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন পগবা। তবে ক্রীড়া সালিশি আদালতে (সিএএস) সফল আপিলের পর সেই শাস্তি কমে দাঁড়ায় ১৮ মাসে।
নিষেধাহজ্ঞার মধ্যেই ইতালির ক্লাব জুভেন্টাস তার সঙ্গে চুক্তি বাতিল করে।
চলতি বছরের জুনে ফ্রি ট্রান্সফারে দুই বছরের জন্য মোনাকোতে যোগ দেন এই বিশ্বকাপজয়ী তারকা। যদিও এখনো মাঠে নামা হয়নি তার, তবে চ্যাম্পিয়নস লিগের দলে অন্তর্ভুক্তি পগবার নতুন সূচনার বার্তা দিচ্ছে।
বর্তমানে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে চতুর্থ স্থানে আছে মোনাকো।
ক্লাবের ভক্তরা আশা করছেন, অভিজ্ঞ এই মিডফিল্ডারের উপস্থিতি দলে নতুন অনুপ্রেরণা জোগাবে।
মোনাকো স্কোয়াড (চ্যাম্পিয়নস লিগ ২০২৫-২৬)
গোলরক্ষক
লুকাস হ্রাডেকি, ফিলিপ কুন, জুল স্টাভিয়েস্কি, ইয়ান লিয়ানার্ড, ইয়ানিস বেনচাওশ মার্টি
ডিফেন্ডার
ভান্দেরসন, এরিক ডাইয়ার, জর্ডান তেজে, থিলো কেরের, কাইও হেনরিক, ক্রিস্তিয়ান মাওইসা, কাসুম উয়াতারা, মোহাম্মদ সালিসু, স্যামুয়েল নিবোম্বে, নিক মোকাবাকিলা
মিডফিল্ডার
ডেনিস জাকারিয়া, পল পগবা, আলেক্সান্দর গোলোভিন, মাগনেস আকলিউশ, লামিন কামারা, স্ট্যানিস ইডুম্বো মুজাম্বো, তাকুমি মিনামিনো, আলাদজি বাম্বা, মামাদু কুলিবালি, ইলানে তুরে, পাপে কাবরাল
ফরোয়ার্ড
ফোলারিন বালোগুন, মিকা বিয়ারেথ, জর্জ ইলেনিখেনা, লুকাস মিখাল, আনসু ফাতি, জোয়ান তিনক্রেস, ইলিয়েস বেলমোখতার।