img

পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক ফাতিমা সানা জানিয়েছেন, আসন্ন আইসিসি নারী বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কৌশল ও শান্ত নেতৃত্ব থেকে অনুপ্রেরণা নিচ্ছেন।

এক সাক্ষাৎকারে সানা বলেন, ‘বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেওয়ার সময় কিছুটা নার্ভাস হওয়া স্বাভাবিক, তবে এক্ষেত্রে আমি মহেন্দ্র সিং ধোনি থেকে অনুপ্রেরণা পাই।’

সানা ধোনির শান্ত এবং দৃঢ় নেতৃত্ব শৈলীর প্রশংসা করে এবং বড় মঞ্চে তা অনুসরণ করতে চান বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি ধোনির ভারত এবং চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে খেলা পর্যবেক্ষণ করেছি।

তার মাঠের কৌশল, সতীর্থদের উপর আস্থা, এবং চাপের মুহূর্তে শান্ত থাকা—এসব থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি তার সাক্ষাৎকারগুলোও দেখেছি, যা আমাকে অধিনায়ক হিসেবে অনেক কিছু শিখিয়েছে।’

 

ফাতিমা সানা তার দলের লক্ষ্যও স্পষ্ট করেছেন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য এইবার সেমিফাইনালে পৌঁছানো।

তরুণ খেলোয়াড়রা পুরোপুরি জানে যে এই টুর্নামেন্ট পাকিস্তান নারী ক্রিকেটের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অতীতের ব্যর্থতা নিয়ে আমরা ভাবছি না, বরং ভবিষ্যতের দিকে দৃষ্টি রাখছি।’

 

তিনি পাকিস্তানে নারী ক্রিকেটের সম্প্রতি উন্নতি এবং খেলোয়াড়দের প্রতি আগ্রহ বৃদ্ধির প্রশংসা করেছেন। সানা বলেন, ‘স্কুল ও গ্রাসরুট লেভেলে এখন আরো বেশি মেয়ে ক্রিকেট খেলছে।

আন্তর্জাতিক ম্যাচের সরাসরি সম্প্রচার খেলাকে আরো দৃশ্যমান করেছে, যা খেলোয়াড় এবং দর্শকদের উভয়ের জন্য ইতিবাচক। পাশাপাশি আইসিসির সিদ্ধান্তে নারী বিশ্বকাপের প্রাইজমানি বৃদ্ধি একটি বড় প্রেরণা। এটি দেখায় যে নারী ক্রিকেটকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে আরো সুযোগ আসবে।’

 

পাকিস্তান নারী দলের বিশ্বকাপ ২০২৫ সূচি

২ অক্টোবর – বনাম বাংলাদেশ
৫ অক্টোবর – বনাম ভারত
৮ অক্টোবর – বনাম অস্ট্রেলিয়া
১৫ অক্টোবর – বনাম ইংল্যান্ড
১৮ অক্টোবর – বনাম নিউজিল্যান্ড
২১ অক্টোবর – বনাম দক্ষিণ আফ্রিকা
২৪ অক্টোবর – বনাম শ্রীলঙ্কা। 

এই বিভাগের আরও খবর


সর্বশেষ