img

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় বেংকুলু প্রদেশে বিনামূল্যে স্কুলে খাবার খাওয়ার পর প্রায় ৪০০ শিশু অসুস্থ হয়ে পড়েছে। এই ঘটনা প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্টোর শিশু ও গর্ভবতী নারীদের জন্য চালু করা অগ্রাধিকার খাদ্য কর্মসূচির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিষক্রিয়া হিসেবে বিবেচিত হচ্ছে। 

প্রেসিডেন্ট প্রাবোয়ো জানুয়ারিতে এই ‘ফ্রি স্কুল মিল’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ইতোমধ্যে এই কর্মসূচির আওতায় ২ কোটির বেশি মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বছর শেষে ৮.৩ কোটিরও বেশি মানুষকে এই সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

এর জন্য বরাদ্দ করা হয়েছে ১৭১ ট্রিলিয়ন রুপিয়াহ (প্রায় ১০.৫২ বিলিয়ন মার্কিন ডলার)।

 

তবে এর আগে গত মাসেও সেন্ট্রাল জাভায় এই কর্মসূচির আওতায় খাবার খেয়ে ৩৬৫ জন অসুস্থ হয়েছিলেন। তখন স্থানীয় গণমাধ্যম জানায়, ল্যাব রিপোর্টে দেখা গেছে খাবারের নিম্নমানের স্যানিটেশন এই বিষক্রিয়ার কারণ। 

প্রাদেশিক গভর্নরের উপদেষ্টা মিয়ান জানিয়েছেন, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট রান্নাঘরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

 

তিনি বলেন, ‘আমরা দেখতে চাই কোথায় দুর্বলতা ছিল। তদন্ত করছে জাতীয় পুষ্টি সংস্থার (বিজিএন) দল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

 

জাতীয় পুষ্টি সংস্থার প্রধান দাদান হিন্দায়ানা জানান, যে রান্নাঘর থেকে খাবার সরবরাহ করা হয়েছিল, সেটি সম্প্রতি চালু হয়েছে এবং কর্মীদের বলা হয়েছে পুরো কার্যক্রম মূল্যায়ন করতে। খাবারের নমুনা পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।

 

বেনগকুলুর সর্বশেষ ঘটনায়, ৪ থেকে ১২ বছর বয়সী শিশুরা গত বৃহস্পতিবার থেকেই পেটব্যথা ও বমির মতো লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হতে থাকে। স্থানীয় সরকারের প্রকাশিত ভিডিও ফুটেজেও এমন দৃশ্য দেখা গেছে।

 

এদিকে এ ঘটনাগুলোর মধ্যেই প্রেসিডেন্ট প্রাবোয়ো চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থান করছেন। তিনি সেখানে প্রেসিডেন্ট শি চিনপিংয়ের আয়োজনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নেন। প্রাবোয়োর এই চীন সফরের আগেই ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করেছে।

 

পার্লামেন্ট সদস্যদের অতিরিক্ত বেতন ও ভাতা নিয়ে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

 

স্থানীয় গণমাধ্যম জানায়, পার্লামেন্ট সদস্যরা প্রতি মাসে প্রায় ১০০ মিলিয়ন রুপিয়া (প্রায় ৬ হাজার ১৫০ মার্কিন ডলার) ভাতা পান, যা জাতীয় গড় আয়ের চেয়ে ৩০ গুণ বেশি। গত সপ্তাহান্তে বিক্ষোভে অন্তত ১০ জন নিহত, ২০ জন নিখোঁজ এবং ৫০০ জন আহত হয়েছেন বলে সিভিল সোসাইটি এবং সরকারি কর্মকর্তাদের বরাতে জানা গেছে। জেনেভায় সোমবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ইন্দোনেশিয়ার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগের তদন্তের আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের মুখপাত্র রবিনা শামদাসানি বলেন, ‘আমরা ইন্দোনেশিয়ায় সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। পার্লামেন্ট সদস্যদের ভাতা বৃদ্ধি এবং নিরাপত্তা বাহিনীর অপ্রয়োজনীয় বলপ্রয়োগ ঘিরে জনগণের উদ্বেগ থাকা স্বাভাবিক।’ তিনি আরো বলেন, ‘জনগণের উদ্বেগ সমাধানে সরকারকে সংলাপ ও শান্তিপূর্ণ আলোচনার পথ বেছে নিতে হবে।’

সূত্র : আলজাজিরা।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ