img

রিয়াল মাদ্রিদ বনাম ওভিয়েদো ম্যাচে এক চমক হিসাবে শুরুতে মাঠে নেমেছিলেন রদ্রিগো। তার পছন্দের বাম উইংয়ে খেলানো হয়েছিল তাকে, এতে ভিনিসিয়ুস জুনিয়রকে মূল একাদশের বাইরে রাখা হয়। প্রথমার্ধে পরিকল্পনাটি বেশ সফল হয়। রদ্রিগো সতীর্থদের সঙ্গে সুন্দরভাবে লিঙ্ক আপ করছিলেন এবং প্রতিপক্ষের ডিফেন্ডারদের ব্যস্ত করে রাখছিলেন।

 

তবে দ্বিতীয়ার্ধে পরিস্থিতি পাল্টে যায়। ম্যাচের ৬৩তম মিনিটে কোচ জাবি আলোনসো রদ্রিগোর পরিবর্তে ভিনিসিয়ুস জুনিয়রকে মাঠে নামান। এই পরিবর্তন রদ্রিগোর মন খারাপ করে দেয়। বেঞ্চে বসার পর তিনি জার্সি মাটিতে ফেলে দেন এবং মাঠের দিকে ইঙ্গিত করে তার অসন্তোষ প্রকাশ করেন।

 

ম্যাচ শেষে আলোনসো রদ্রিগোর খেলার প্রশংসা করেন, ‘তিনি ভালো খেলেছেন। বাম দিকের খেলায় তিনি সতীর্থদের সঙ্গে ভালো সংযোগ তৈরি করেছেন এবং কয়েকটি শটও নিয়েছেন। ওভিয়েদো যখন গভীরভাবে ডিফেন্ড করছিল, তখন স্পেস খুঁজে পাওয়া সহজ ছিল না ‘

তবে রদ্রিগোর প্রতিক্রিয়া প্রশ্ন তুলেছে তার মানসিক অবস্থার উপর। রিয়াল মাদ্রিদের আক্রমণে প্রতিযোগিতা এতটাই তীব্র যে, ভিনিসিয়ুস, এমবাপ্পে এবং অন্যান্য তারকা খেলোয়াড়দের সঙ্গে প্রতিটি মিনিট মাঠে গুরুত্বপূর্ণ।

এই বিভাগের আরও খবর