img

নিউ ইয়র্কের আই-৯০ হাইওয়ের এক্সিট ৪৮’এর কাছে একটি ট্যুর বাস উল্টে যাওয়ার ঘটনায় ভারতীয় এক নাগরিকসহ ৫ জন নিহত হয়েছেন। গত শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। গতকাল শনিবার (২৩ আগস্ট) নিউ ইয়র্ক স্টেট পুলিশ নিহতদের পরিচয় প্রকাশ করেছে।

নিহতরা হলেন- শি হংঝুও (২২), ঝাং জিয়াওলান (৫৫), জিয়ান মিংলি (৫৬), পিঙ্কি চাংরানি (৬০), শঙ্কর কুমার ঝা (৬৫)।

 

স্টেট পুলিশ জানিয়েছে, বাসটি এম অ্যান্ড ওয়াই ট্যুর ইনকর্পোরেটেড নামে একটি স্টেটেন আইল্যান্ড-ভিত্তিক কম্পানির। চালক ৫৪ জন যাত্রী নিয়ে নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক সিটির দিকে যাচ্ছিলেন। পথে চালক বিভ্রান্ত হয়ে পড়েন, ফলে বাসটি উল্টে গিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন।

 

বাস চালক তদন্তে সহযোগিতা করছেন। রাজ্য পুলিশের মেজর আন্দ্রে রে জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটি বা চালকের ভুল কোন কারণই এখনও নিশ্চিত নয়। তদন্ত চলছে এবং এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি।

 

প্রতিবেদন অনুযায়ী, বাস কোম্পানিটি ২০২৪ সালে সন্তোষজনক নিরাপত্তা রেটিং পেয়েছিল।

 

তবে ২০২২ ও ২০২৩ সালে নিরাপত্তা পরীক্ষায় ৪৩টির মধ্যে ৯ বার ব্যর্থ হয়েছিল। ২০১৯ সালে পরিবেশ সংক্রান্ত নিয়ম না মানায় প্রতিষ্ঠানটিকে প্রায় ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল এক্স (সাবেক টুইটার)-এ জানান, রাজ্য পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার সহায়তায় কাজ করছে।

 

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এই বিভাগের আরও খবর