ইউক্রেনকে রাশিয়ার গভীরে হামলা থেকে বিরত রেখেছে পেন্টাগন

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা ইউক্রেনকে মার্কিন সরবরাহকৃত দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে বাধা দিয়ে আসছেন গত বসন্তকাল থেকে। এটি ট্রাম্প প্রশাসনের শান্তি আলোচনায় ভ্লাদিমির পুতিনকে রাজি করানোর প্রচেষ্টার অংশ হিসেবে করা হয়েছে বলে শনিবার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, পেন্টাগন ইউক্রেনকে মার্কিন তৈরি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা এটিএসিএমএস ব্যবহার করতে বাধা দিয়েছে।
দুই মার্কিন কর্মকর্তা ওই গণমাধ্যমকে জানিয়েছেন, অন্তত একবার ইউক্রেন এটিএসিএমএস ব্যবহার করে একটি লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা করেছিল, তবে এটি একটি পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে আটকে দেওয়া হয়।
এই প্রক্রিয়াটি তৈরি করেছিলেন পেন্টাগনের নীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি এলব্রিজ কোলবি।
এর অধীনে মার্কিন দীর্ঘ-পাল্লার অস্ত্র কিংবা ইউরোপীয় মিত্রদের সরবরাহকৃত এমন অস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণ করা হয় যেগুলো মার্কিন গোয়েন্দা তথ্য বা প্রযুক্তিগত উপাদানের ওপর নির্ভরশীল।
রিপোর্টে আরো বলা হয়েছে, এই পর্যালোচনা ব্যবস্থা ব্রিটেনের স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইলের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ এটি মার্কিন লক্ষ্যবস্তু নির্ধারণ তথ্যের ওপর নির্ভরশীল।
এই সিস্টেম অনুসারে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের অনুমোদন ছাড়া এটিএসিএমএস ব্যবহার করা যায় না।
এটির পাল্লা প্রায় ১৯০ মাইল (৩০৫ কিমি)। এর আগে, বাইডেন প্রশাসন ইউক্রেনকে ২০২৪ সালের নভেম্বর মাসে এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিল, যখন উত্তর কোরিয়ার সেনারা যুদ্ধে যোগ দেয়।