আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পূজারা

ভারতের টেস্ট ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা সব ফরম্যাটের ভারতীয় ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) এই ঘোষণা দেন তিনি।
পূজারা তার পোস্টে লিখেছেন, ‘ভারতীয় জার্সি পরা, জাতীয় সঙ্গীত গাওয়া, এবং প্রতিবার মাঠে নেমে আমার সর্বোচ্চ চেষ্টা করা—এটির অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু যেমনটা বলা হয়, সব ভালো জিনিসের শেষ হয়, তাই অসীম কৃতজ্ঞতার সঙ্গে আমি সব ফরম্যাটের ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
৩৭ বছর বয়সী পূজারা ২০১০ সালে ভারতীয় দলে অভিষেকের পর ১০৩টি টেস্ট ও ৫টি ওয়ানডেতে খেলেছেন। তিনি টেস্টে ৭,১৯৫ রান সংগ্রহ করেছেন, গড় ৪৩.৬০-এর, যার মধ্যে ১৯টি শতক এবং ৩৫টি অর্ধশতক রয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে পুজারা ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ২ নম্বর ব্যাটসম্যান ছিলেন। তার শেষ টেস্ট ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৩ সালের জুনে ওভালে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।