বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করল আফগানিস্তান

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) নিশ্চিত করেছে, তারা অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের হোয়াইট-বল সিরিজ আয়োজন করবে।
সিরিজটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে। প্রথম টি-টোয়েন্টি খেলা হবে ২ অক্টোবর, এরপর ৩ ও ৫ অক্টোবর যথাক্রমে ২য় ও ৩য় টি২০আই অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের পর তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে, যা যথাক্রমে ৮, ১১ ও ১৪ অক্টোবর খেলা হবে।
এসিবির সিইও নাসিব খান বলেন, ‘আমরা এই প্রত্যাশিত সিরিজে বাংলাদেশকে আতিথ্য দিতে পেরে গর্বিত। এই সফর আমাদের পারস্পরিক সহযোগিতা এবং নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বমানের ক্রিকেট প্রদানের প্রতিশ্রুতিকে তুলে ধরে। ভক্তরা উত্তেজনাপূর্ণ ম্যাচ এবং শীর্ষ স্তরের প্রতিযোগিতা দেখতে পাবেন।’
বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরি বলেন, ‘আমরা আফগানিস্তানের বিপক্ষে এই প্রতিযোগিতামূলক এবং উত্তেজনাপূর্ণ হোয়াইট-বল সিরিজে অংশগ্রহণের জন্য উন্মুখ।
এই সিরিজ দুই ক্রিকেট বোর্ডের সম্পর্ককে আরো শক্তিশালী করবে। এটি এশিয়া কাপের পর দলের জন্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। সিরিজ আয়োজন করার জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে আমাদের আন্তরিক ধন্যবাদ।
এশিয়া কাপে 'বি' গ্রুপে থাকা বাংলাদেশ ও আফগানিস্তান ১৬ সেপ্টেম্বর একে অপরের মুখোমুখি হবে।
এরপরই শুরু হবে সিরিজ।