img

‘চোরে চোরে মাসতুতো ভাই/ দেশটা চোরে ভরে গেছে তাই/ গানে গানে বলি আমি ভাই/ চোরে চোরে মাসতুতো ভাই।’ এই লাইনগুলো এখন মুখে মুখে ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। ‘জিএমসি সেন্টার’ নামক একটি মিউজিক পেজ থেকে গানটি প্রকাশিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই গানটি।

 

গানটি গেয়েছেন আজিবুর রহমান যিনি জিএমসি সোহান নামে পরিচিত। গানের লাইনগুলোতে তুলে ধরা হয়েছে বর্তমান বাস্তবতার চিত্র। যেখানে উঠে আসে সিলেটের সাদা পাথর চুরি থেকে শুরু করে সীমাহীন লুটপাটের কথাও।

 

গানটি ইতোমধ্যে সাড়ে সাত হাজার মানুষ শেয়ার করেছে।

 

মন্তব্যের ঘরে প্রশংসায় মত্ত হয়েছে অসংখ্য সংগীতানুরাগী। কারো মন্তব্য, ‘সত্যিই বলেছেন ভাই আপনার কথা একেবারেই সত্যিই।’ কেউ লিখেছেন, ‘চালিয়ে যাও ভাই। খুব সুন্দর হয়েছে গানটা।

 

আজকের সমাজের সাথে গানটা মিলে গেছে।’ কারো ভাষ্যমতে, ‘অসাধারণ হয়েছে। সঠিক তথ্যগুলি তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।’

 

জিএমসি টিম থেকে প্রতিনিয়ত একের পর এক ভিন্নধর্মী গান প্রকাশ করা হয়। গানগুলো সমসাময়িক ইস্যুতে লেখা হয়।

 

কখনো রাজনৈতিক তো কখনো অন্যায় অবিচারের বিরুদ্ধে তোলা হয় সুরেলা আওয়াজ। টিমের সদস্যরা গোপালগঞ্জ নিবাসী। তাই গোপালগঞ্জের বিভিন্ন ইস্যুও প্রায়ই উঠে আসে তাদের গানে। গানগুলোর সুর ও সংগীত করেন জিএমসি সোহান ও টিমের সদস্যরা। এছাড়াও নিজেদের তৈরি বিভিন্ন রকম ভিডিও গানের সুবাদে দারুণ পরিচিত পেয়েছে টিমটি।

 

এই বিভাগের আরও খবর


সর্বশেষ