‘ফুটবল ইতিহাসের অন্যতম সহিংস অধ্যায়’

আর্জেন্টিনার ইন্ডিপেনদিয়েন্তে ও স্থানীয় পুলিশের বিরুদ্ধে সমর্থকদের ওপর ‘নৃশংস ও অমানবিক হামলা’ ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছে চিলির ক্লাব ইউনিভার্সিদাদ দে চিলি। বুধবার বুয়েনস আয়ার্সে কোপা সুদামেরিকানার শেষ ষোলোর ম্যাচটি গ্যালারিতে দাঙ্গার কারণে বাতিল হয়ে যায়।
ইউনিভার্সিদাদ দে চিললি দাবি করেছে, আর্জেন্টাইন ক্লাব ও স্থানীয় পুলিশ সমর্থকদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাদের ভাষায়, ‘এই রাত ফুটবল ইতিহাসের সবচেয়ে সহিংস অধ্যায়গুলোর একটি হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
’ চিলিয়ান ক্লাবটি আরো অভিযোগ করেছে, ইন্ডিপেনদিয়েন্তে সমর্থকেরা অবাধে অ্যাওয়ে সেকশনে প্রবেশ করে অমানবিক হামলা চালায়, এমনকি খেলোয়াড়দের ড্রেসিংরুম ও দলীয় বাসেও হামলার চেষ্টা করে।
প্রায় ৩০০ সমর্থককে গ্রেপ্তার করা হলেও ক্লাবটির অভিযোগ, একজন আক্রমণকারীও আটক হয়নি।
অন্যদিকে ইন্ডিপেনদিয়েন্তে পাল্টা অভিযোগ তুলে জানিয়েছে, ম্যাচের আগেই চিলির সমর্থকেরা স্টেডিয়ামের সিসিটিভি ভেঙে ফেলে ও আতশবাজি ছুঁড়ে উত্তেজনা ছড়ায়। তাদের দাবি, নিরাপত্তা প্রটোকল মেনে চলা হলেও সহিংসতার মাত্রা ছিল নিয়ন্ত্রণের বাইরে।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেছেন, ‘ফুটবলে সহিংসতার কোনো স্থান নেই। এ ধরনের বর্বরোচিত ঘটনার দায়ীদের শাস্তি পেতেই হবে।’
এদিকে কনমেবল জানায়, স্থানীয় ক্লাব ও কর্তৃপক্ষের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার কারণেই ম্যাচ বাতিল করা হয়েছে।
আর্জেন্টিনার প্রাদেশিক নিরাপত্তা মন্ত্রী হাভিয়ের আলোনসোও স্বীকার করেছেন, ‘সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে এবং পরিস্থিতি শুরু থেকেই বৈরী ছিল।’