জীবদ্দশায় ভারত-পাকিস্তান সিরিজ দেখতে চান আকরাম

এশিয়া কাপের সূচি নিয়ে বিতর্কের মাঝেই মুখ খুললেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না, সেই প্রশ্নে আকরাম বলেছেন, ভারত-পাকিস্তান এশিয়া কাপে মুখোমুখি হোক বা না হোক, ক্রিকেট চলতেই হবে।
স্টিক উইথ ক্রিকেট পডকাস্টে কথা বলতে গিয়ে আকরাম বলেন, ‘এশিয়া কাপের সূচি প্রকাশের পর সমালোচনা হচ্ছে। কিন্তু আমরা পাকিস্তানে শান্ত আছি।
খেলি বা না খেলি—আমরা ঠিক থাকব। ক্রিকেট অবশ্যই চলতে হবে।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক আরো জানিয়েছেন, জীবিত থাকতে ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখতে চান তিনি। ‘আমার জীবদ্দশায় ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখতে চাই।
রাজনীতি এক পাশে থাক। আমি কোনো রাজনীতিবিদ নই। তারা তাদের দেশ নিয়ে দেশপ্রেমিক, আমরাও তাই। কিন্তু নিচে নামার দরকার নেই।
আপনার দেশের সাফল্য নিয়ে কথা বলুন; পাকিস্তানের ক্ষেত্রেও তাই, ভারতের ক্ষেত্রেও তাই। বলা সহজ, করা কঠিন, বলেন আকরাম।
এশিয়া কাপ অনুষ্ঠিত হবে আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দুবাই ও আবুধাবিতে। দুই গ্রুপে বিভক্ত হয়ে এতে অংশ নেবে আট দল।
গ্রুপ ‘এ’ রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমান এবং গ্রুপ ‘বি’ তে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং।