কতজন মেরেছেন, তা দিয়ে শক্তি মাপা হয়না— নেতাহিয়াহুকে অস্ট্রেলিয়ার মন্ত্রী

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে ‘দুর্বল’ আখ্য দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করা মন্তব্যের কড়া জবাব দিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। তিনি বলেন, ‘আপনি কতজন মানুষকে হত্যা করেছেন বা কত শিশুকে ক্ষুধার্ত রেখেছেন সেটি দিয়ে শক্তি মাপা হয়না।’ বুধবার অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
টনি বার্ক বলেন, প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সেটা করেছেন সেটা দিয়েই শক্তি অনেক ভালোভাবে পরিমাপ করা যায়।
যখন এমন একটি সিদ্ধান্ত এসেছে, যেটা আমরা জানি যেটা ইসরায়েল পছন্দ করবে না, আলবানিজ সরাসরি নেতানিয়াহুকে বলেছেন। তিনি বলেছেন আমরা কী করতে যাচ্ছি, যাতে এতে আপত্তি থাকলে সরাসরি বলতে পারেন। তারপর তাদের কথা শুনে, জনসমক্ষে ঘোষণা করে যা করা দরকার তা করা হবে।
এর আগে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় অ্যান্থনি আলবানিজের ওপর তীব্র আক্রমণ চালান নেতানিয়াহু।
তিনি বলেন, ইতিহাস আলবানিজকে “একজন দুর্বল রাজনীতিবিদ হিসেবে স্মরণ করবে যিনি ইসরায়েলের সাথে বিশ্বাসঘাতকতা এবং অস্ট্রেলিয়ার ইহুদিদের পরিত্যাগ করেছিলেন।”
গাজা যুদ্ধ ঘিরে সাম্প্রতিক সময়ে দুই ঘনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে। সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চাওয়ার এই সম্পর্ক আরো খারাপ হয়েছে। গত সোমবার ইসরায়েলের কট্টর ডানপন্থী এমপি সিমচা রথম্যানের ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া।
তার বক্তব্য দেশটিকে বিভক্তির দিকে ঠেলে দিতে পারে এমন আশঙ্কায় তার ভিসা বাতিল করা হয়।