শপিং মলের প্রবেশদ্বার যেন সাঁতার কাটার জায়গা

বৃষ্টির কারণে শপিং মলের বাইরে পানি জমে গেছে। সেই পানিতে শিশুদের সাঁতার কাটার একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের গোরেগাঁওয়ের ওবেরয়ি শপিং মলের সামনের।
ভিডিওতে দেখা যাচ্ছে, শিশুরা শপিং মলের প্রবেশদ্বারে জমে থাকা বৃষ্টির পানিতে খেলছে, সাঁতার কাটছে।
আর দর্শকরা সেই দৃশ্য রেকর্ড করছে।
দিনভর মুম্বাইতে অবিরাম বৃষ্টি শহরের বড় অংশকে অচল করে দিয়েছে। সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে, যানজট লেগেছে, আর কর্তৃপক্ষ কয়েকটি জেলার স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছে।
বৃহন্মুম্বাই মিউনিসিপাল করপোরেশন (বিএমসি) নাগরিকদের যতটা সম্ভব ঘরে থাকার পরামর্শ দিয়েছে।
এ ছাড়া পানির নিচে লুকিয়ে থাকা গর্ত, খোলা ম্যানহোল ও প্রবল ধারার মতো বিপদ সম্পর্কে সতর্ক করেছে।
এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) মুম্বাই, থানে ও রায়গড়ের জন্য লাল সতর্কতা জারি করেছে এবং অত্যন্ত ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জাতীয় বিপর্যয় প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) শহর ও আশপাশের জেলায় জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য দল মোতায়েন করেছে।
মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বিপর্যয় ব্যবস্থাপনা দলের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করে বলেছেন, মুম্বাই ও নিকটবর্তী এলাকায় আগামী ৪৮ ঘণ্টা ‘সংকটজনক’ হবে এবং উচ্চ সতর্কতায় থাকা জরুরি।
সূত্র : ইন্ডিয়া টুডে