মঞ্চে দেব-শুভশ্রীর খুনসুটি, সবই ছিল ‘স্ক্রিপ্টেড’

১০ বছরের দূরত্ব মুছে, ‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে একসঙ্গে এক মঞ্চে উঠেছিলেন দেব ও শুভশ্রী। যে দুজন দুজনকে দেখলে মুখ ফিরিয়ে নিতেন তারা সেদিন শুধু আলাপচারিতায় থেমেন থাকেননি, এক মঞ্চে একসঙ্গে নেচেছেনও।
সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ফলো করা থেকে শুরু করে, ‘আমার সঙ্গে বন্ধুত্ব করবে?’— সেদিনের প্রতিটা মুহূর্তই যেন প্রাণবন্ত হয়ে উঠেছিল। তবে নজরুল মঞ্চে দুই তারকার খুনসুটি থেকে শুরু করে প্রতিটা মুহূর্তই নাকি ছিল ‘স্ক্রিপ্টেড’ মানে সাজানো! এমনটা জানিয়েছেন দেব নিজে।
‘ধূমকেতু’ মুক্তির পর বিষয়টি জানান দেব। মঞ্চে উপস্থাপক রোহন দেব ও শুভশ্রীকে যেই প্রশ্নগুলো করেছিলেন সেগুলোও নাকি ছিল দুজনেরই তৈরি করে দেওয়া।
সাক্ষাৎকারে দেব বলেন, ‘প্রশ্নগুলো আমি ও শুভশ্রীই তৈরি করেছি। কিসের জন্য করেছি জানেন? সিনেমার জন্য।
আমাদের দর্শকের জন্য। যারা দেব-শুভশ্রীকে পর্দায় আবার দেখবেন বলে এতগুলো বছর অপেক্ষা করে থাকলেন। তারাই কিন্তু আমাদের জুটি বানিয়েছেন। যার ফলাফল আপনারাও দেখতে পাচ্ছেন।
শ্রীকান্তদা পর্যন্ত বলেছেন, ‘তোরা তো নৈহাটিতে গিয়েও ভাইরাল হয়ে যাচ্ছিস!’
এরপর বললেন, ‘অনেকটা সময় পেরিয়ে এসেছি। একটা সময় আমি আর শুভশ্রী একসঙ্গে ছিলাম। তারপর অনেকটা পথ আমরা আলাদা হেঁটেছি। গত ১২ বছর ধরে তো রুক্মিণীর সঙ্গেই আছি। শুভশ্রীর সঙ্গে হয়তো তিন-চার বছর ছিলাম।
ওরও জীবন বদলে গেছে।’
দেবের ভাষ্যে, আমাদের নিয়ে অনেকটা ‘নেগেটিভিটি’ ছিল। কখনো ও বলেছে, কখনো আমিও বলেছি। সেই নেতিবাচকতা মুছতে হবে—এই ভাবনা নিয়ে সেদিন আমরা মঞ্চে উঠেছিলাম। অনেক ভালো স্মৃতি রয়েছে একসঙ্গে। সেই বার্তা দেওয়া উদ্দেশ্য ছিল। সেসবই ভাগ করে নিতে চেয়েছি। যেন আমাদের অনুরাগীরাও সেই ভালো মুহূর্তগুলো, স্মৃতিগুলো উদ্যাপন করেন। এর বাইরে আর কিচ্ছু না। সে জন্যই তো প্রশ্নোত্তর পর্বের আয়োজন। এসব শুভশ্রীকেও জানানো হয়েছিল।’