img

চীনের অন্তর্দেশীয় মঙ্গোলিয়ায় আকস্মিক বন্যায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং আরো তিনজন নিখোঁজ রয়েছে। চীনা সরকারি সংবাদমাধ্যম রবিবার এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, অন্তর্দেশীয় মঙ্গোলিয়ার উরাত রিয়ার ব্যানার এলাকায় ১৩ জনের একটি দল খোলা আকাশের নিচে ক্যাম্পিং করছিল। তখন স্থানীয় সময় শনিবার রাত ১০টার দিকে আকস্মিক বন্যা শুরু হয়।

 

রবিবার দুপুর পর্যন্ত একজনকে উদ্ধার করা হয়েছে এবং ৭০০-এরও বেশি কর্মী জরুরিভাবে নিখোঁজদের খোঁজ করছেন।

 

এ ছাড়া সরকারি সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় পূর্ণমাত্রার উদ্ধার কার্যক্রম চালানোর ও নিখোঁজদের অবস্থা যাচাইয়ের নির্দেশ দিয়েছে এবং ঘটনাস্থলে কর্মীদের একটি দল পাঠিয়েছে।

চীনে প্রাকৃতিক দুর্যোগ সাধারণ ঘটনা, বিশেষ করে গ্রীষ্মকালে, যখন কিছু অঞ্চলে ভারি বৃষ্টি হয় ও অন্যত্র তীব্র গরম থাকে। সরকারি সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, আগস্ট মাসের শুরুতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে হঠাৎ বন্যা ও কাদাধসের কারণে অন্তত ১৩ জন মারা গিয়েছিল।

 

এ ছাড়া চীনের উত্তরে বেইজিংয়ে ভারি বর্ষণে গত মাসে ৪৪ জন মারা গিয়েছিল। ওই সময় রাজধানীর গ্রামীণ শহরতলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং নিকটবর্তী হুবেই প্রদেশে আরেকটি ভূমিধসে আটজন নিহত হয়।

বিজ্ঞানীরা দেখিয়েছেন, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে আরো তীব্র আবহাওয়ার ধারা সৃষ্টি হচ্ছে, যা ধ্বংসাত্মক বন্যার ঝুঁকি বাড়াতে পারে।

এই বিভাগের আরও খবর