img

বড় হারে টপ অ্যান্ড টি-টোয়েন্টি শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। সেই দুঃখ ভুলতে আজ নেপালের বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নেমেছেন নুরুল হাসান সোহানরা। ডারউইনে টস জিতে প্রতিপক্ষকে ১৮৭ রানের লক্ষ্য দিয়েছে।

ইনিংস ওপেন করতে নেমে বাংলাদেশকে আক্রমণাত্মক শুরু এনে দেন দুই ওপেনার নাঈম শেখ ও জিশান আলম।

 

দুজনের পথ বেঁকে যাওয়ার আগেই উদ্বোধনী জুটিতে ৬২ রান যোগ করেন, ৬.৪ ওভারে। ব্যক্তিগত ২৫ রানে নাঈম আউট হলেও জিশানের ব্যাটের দাপট কমেনি।

 

যখন থেমেছে ততক্ষণে বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত এনে দেওয়া জিশান করেছেন ৭৩ রান। ১৫৮.৬৯ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৪ চার ও ৫ ছক্কায়।

 

শেষ দিকে তার থেকেও ঝোড়ো ব্যাটিং করে বাংলাদেশকে ৬ উইকেটে ১৮৬ রানের সংগ্রহ এনে দেন আফিফ হোসেন। ২০৮.৬৯ স্ট্রাইকরেটে অপরাজিত ৪৮ রান করেন বাঁহাতি ব্যাটার। ইনিংসে কোনো ছক্কা না হাঁকালেও চার মারেন ৯টি। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন রিজান ধাকল।

 

 

প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে ৭৯ রানে হেরেছিল বাংলাদেশ।

এই বিভাগের আরও খবর