ওয়াশিংটনে যাওয়ার কথা জানালেন জেলেনস্কি

আগামী সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি বৈঠক করবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন বলে বিবিসে বলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে একটি বার্তায় তিনি বলেছেন, ‘আমন্ত্রণের জন্য কৃতজ্ঞ’।
হোয়াইট হাউস জানিয়েছে, আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে ওয়াশিংটনে ফেরার পথে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে দীর্ঘ ফোনালাপ হয়।
এ কথোপকথনের পর ট্রাম্প ন্যাটো নেতাদের সঙ্গেও ফোনে কথা বলেছেন বলে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন। ইউক্রেনও নিশ্চিত করেছে বিষয়টি। দেশটি আরো জানিয়েছে, শুধু জেলেনস্কি শুধু ট্রাম্প নয়, ইউরোপীয় নেতাদের সঙ্গেও যৌথ ফোনালাপে অংশ নিয়েছেন।
তাদের বিবৃতিতে বলা হয়, ‘প্রথমে প্রেসিডেন্ট জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে দীর্ঘ আলাপ হয়, পরে ইউরোপীয় নেতারা আলোচনায় যোগ দেন।
’ শুক্রবার আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকে জেলেনস্কি উপস্থিত ছিলেন না। ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, রাশিয়ার সঙ্গে প্রাথমিক আলোচনা ইতিবাচক হলে দ্বিতীয় দফা বৈঠক হতে পারে এবং তখন তিনি জেলেনস্কিকে ফোন করতে পারেন।
জেলেনস্কি এক বিবৃতিতে বলেন, তার সঙ্গে ট্রাম্পের ‘দীর্ঘ ও বাস্তবসম্মত’ আলোচনা হয়েছে। প্রথমে একান্তে এবং পরে ইউরোপীয় নেতাদের সঙ্গে একত্রে আলাপ করেছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের কার্যালয় নিশ্চিত করেছে, তিনিও ট্রাম্প-জেলেনস্কির সেই ফোনালাপে যোগ দিয়েছিলেন। পরে স্টারমার আবার জেলেনস্কির সঙ্গে আলাদাভাবে কথা বলেন।
এই কলে যে নেতারা যোগ দিয়েছিলেন তাদের মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস, পোলেন্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোকি, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, নেটো মহাসচিব মার্ক রুটে এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন দের লেয়েন ছিলেন বলে বিবিসি জানতে পেরেছে।
জেলেনস্কি জানিয়েছেন, প্রায় এক ঘণ্টা ধরে তিনি ট্রাম্পের সঙ্গে একান্তে কথা বলেছেন। যদিও বিবৃতিটি সংক্ষিপ্ত, তবে এতে ইতিবাচক বার্তা রয়েছে।
বিশ্লেষকদের মতে, গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের ওভাল অফিসে বিতর্কিত বৈঠকের পর ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মেরামতের ইউক্রেনের প্রচেষ্টারই প্রতিফলন এটি। আলাস্কার শীর্ষ সম্মেলনে ইউক্রেন বাদ পড়ায় দেশটির ক্ষোভ ছিল। জেলেনস্কি এবার জোর দিয়ে বলেছেন, ভবিষ্যতের যেকোনো আলোচনায় ইউক্রেনসহ তিন নেতাকেই থাকতে হবে। তিনি আমেরিকার সঙ্গে আলোচনায় প্রতিটি ধাপে ইউরোপীয় নেতাদের উপস্থিত থাকার গুরুত্বও তুলে ধরেন, যাতে ‘বিশ্বস্ত নিরাপত্তার নিশ্চয়তা’ নিশ্চিত হয়।
এদিকে আলাস্কায় বৈঠক চলাকালেও রাশিয়া হামলা বন্ধ করেনি। বরং রাতভর ইউক্রেনে ৮৫টি ড্রোন হামলা চালায়। এর মধ্যে ৬১টি ভূপাতিত করা হয়েছে। যদিও হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে রাশিয়া দাবি করেছে, তারা নিজ ভূখণ্ডে প্রায় ৩০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।
সূত্র : বিবিসি বাংলা।