img

থিবো কোর্তোয়ার সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি করলেও রিয়াল মাদ্রিদ এখন থেকেই ভবিষ্যতের প্রস্তুতি নিচ্ছে। ৩৩ বছর বয়সী এই বেলজিয়ান গোলরক্ষক এখনো দুর্দান্ত ফর্মে থাকলেও বয়সের কারণে তার ক্যারিয়ারের শেষ অধ্যায় যে ঘনিয়ে আসছে, তা লস ব্ল্যাঙ্কোরা ভালোভাবেই বুঝছে।

স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, রিয়াল মাদ্রিদের দীর্ঘমেয়াদি গোলরক্ষক তালিকার শীর্ষে রয়েছে পিএসজির ইতালিয়ান তারকা জিয়ানলুইজি দোন্নারুম্মার নাম। ২৬ বছর বয়সী এই বিশ্বমানের গোলরক্ষক গত মৌসুমে প্যারিসের ক্লাবটির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের নেপথ্যে বড় ভূমিকা রেখেছিলেন।

 

কিন্তু কোচ লুইস এনরিকে নতুন মৌসুমে তার ওপর ভরসা রাখতে চান না এবং তাকে দ্রুত ক্লাব ছাড়ার পরামর্শ দিয়েছেন।

 

রিয়াল মাদ্রিদ পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখছে, তবে তারা এই গ্রীষ্মে নয়, বরং আগামী মৌসুমে ফ্রি ট্রান্সফারে দোন্নারুম্মাকে নেওয়ার পরিকল্পনা করছে। কারণ ইতালিয়ান তারকার সঙ্গে পিএসজির চুক্তি শেষ হতে আর মাত্র এক বছর বাকি।

তবে এখানেই বড় বাধা তৈরি হয়েছে।

 

২০২৬ বিশ্বকাপের আগে দোন্নারুম্মা নিয়মিত ম্যাচ খেলার নিশ্চয়তা চান। তাই এক বছর বেঞ্চে বসে থেকে রিয়ালের প্রস্তাবের জন্য অপেক্ষা করার সম্ভাবনা খুবই কম। বর্তমান পরিস্থিতিতে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি এবং ইন্টার মিলানও পিএসজি তারকাকে নেওয়ার দৌড়ে নেমেছে। ফলে এই মুহূর্তে দোন্নারুম্মার স্পেনে যাওয়া বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে।

এই বিভাগের আরও খবর