img

রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড রদ্রিগোকে দলে ভিড়াতে বিশাল অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘ফিচাখেস’-এর দাবি, পেপ গার্দিওলার দল ৮০ মিলিয়ন ইউরো নগদ ও অতিরিক্ত ২০ মিলিয়ন ইউরো মিলিয়ে মোট ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি।

২৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিয়ালের সাম্প্রতিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বড় ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য পরিচিত রদ্রিগো টানা তিন মৌসুমের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে গোল করেছেন।

 

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল ১৪টি ও অ্যাসিস্ট ১১টি।

 

তবে ২০২৫-২৬ মৌসুম শুরুর আগে দলে নতুন খেলোয়াড় যোগ হওয়ায় রদ্রিগোর দীর্ঘমেয়াদি ভূমিকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে ম্যানসিটি নিজেদের আক্রমণভাগ শক্তিশালী করতে সাভিনিয়োকে বিক্রির পরিকল্পনা করছে এবং ইতোমধ্যেই টটেনহ্যামের ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।

সিটির কোচিং স্টাফের একজন বলেছেন, ‘রদ্রিগো এমন একজন খেলোয়াড় যার গতি, গোল করার ক্ষমতা ও ভারসাম্য রয়েছে—যা আমাদের দরকার।”

 

এখন দেখার বিষয়, ম্যানসিটির প্রস্তাব ফ্লোরেন্তিনো পেরেজের টেবিলে গেলে রিয়াল মাদ্রিদ আর্থিক লাভের বিপরীতে ক্রীড়াগত ক্ষতির ভারসাম্য কীভাবে মিলিয়ে নেয়। রদ্রিগোকে হারালে জাবি আলোনসোকে নতুনভাবে আক্রমণভাগ সাজাতে হবে, আর তার সমমানের বিকল্প পাওয়া সহজ হবে না।

এই বিভাগের আরও খবর