ভারতের গোয়ায় খেলবেন রোনালদোরা

এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু-র গ্রুপ পর্বের লটারি সম্পন্ন হয়েছে। ভারতের এফসি গোয়া গ্রুপ ‘ডি’-তে খেলার জন্য সৌদি আরবের বিশাল ক্লাব আল নাসরের সঙ্গে একই গ্রুপে পড়েছে। এ অবস্থায় ভারতের মাঠে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য।
গ্রুপ পর্বে প্রতিটি দল হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতে খেলবে।
অর্থাৎ, গোয়া আল নাসরের সঙ্গে খেলতে সৌদি আরবে যাবে, আবার সৌদি ক্লাবকেও ভারতের মাঠে খেলা হবে। তবে রোনালদো কি ভারতের মাঠে খেলবেন তা এখনো নিশ্চিত নয়। চুক্তির শর্ত অনুযায়ী অ্যাওয়ে ম্যাচে খেলোয়াড়কে বাধ্য করা সম্ভব নয়। তাই, রোনালদোর ভারতে খেলার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে তার ব্যক্তিগত ইচ্ছার ওপর।
যদি রোনালদো না খেলেন, তবুও আল নাসেরের অন্যান্য তারকা ফুটবলার যেমন সাদিও মানে, ফেলিক্স এবং ইনিগো মার্টিনেজ ভারতে খেলতে আসতে পারেন। গোয়ার হোম ম্যাচগুলো গোয়াতেই অনুষ্ঠিত হবে।