ক্লোজআপ কাছে আসার গল্পে প্রথমবার নির্বাক চলচ্চিত্র

ক্লোজআপ কাছে আসার গল্পের নাটক কিংবা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে বরাবরই দর্শকের আগ্রহ থাকে তুঙ্গে। প্রতিবছর বিশেষ দিবস এলেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন বিশেষ এই নাটকগুলোর।
এক টানা অনেক বছর পূর্ণদৈর্ঘ্য নাটক এলেও গেল বছর থেকে প্রতি মাসেই একটি করেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছে তারা। সেই ধারাবাহিকতায় এবারও নতুন গল্প নিয়ে হাজির ক্লোজআপ কাছে আসার গল্প।
তবে এবার প্রথমবারের মতো নিয়ে এসেছে নির্বাক চলচ্চিত্র। সংলাপহীন ৫ মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রটির নাম ‘এক গুচ্ছ কদম’। এতে অভিনয় করেছেন নবাগত আদিব বিন পারভেজ প্রান্ত ও পারশা মাহজাবীন পূর্ণী।
গীতিকার ও নাট্যকার রাসেল মাহমুদের গল্পে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জাহিদ প্রীতম।
ক্লোজআপের সঙ্গে এই নির্মাতার এটি প্রথম কাজ।
কালের কণ্ঠকে রাসেল মাহমুদ বলেন, ‘‘এত দিন ক্লোজআপ সংলাপসহ নাটক কিংবা চলচ্চিত্র নির্মাণ করলেও এবার আমরা প্রথমবারের মত নির্বাক চলচ্চিত্র নিয়ে এসেছি। আমার নিজেরও একটু অন্যরকম অভিজ্ঞতা হলো এরকম একটা সংলাপহীন গল্প লিখতে গিয়ে। গল্পটিতে আমরা ব্লু জিনস ব্যান্ডের জনপ্রিয় গান ‘এক গুচ্ছ কদম’ ব্যবহার করেছি।
চেষ্টা করছি এই গল্পগুলোর সঙ্গে বিভিন্ন ব্যান্ডের গানগুলোর একটা সংমিশ্রণ ঘটাতে। সামনেও এ চেষ্টা অব্যাহত থাকবে। আমার মনে হয় দর্শক পছন্দই করবেন।’’
গতকাল ১৪ আগস্ট, বৃহস্পতিবার চলচ্চিত্রটি ক্লোজআপ কাছে গল্পের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে। অন্তর্জালে আসার পর দর্শকের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পাচ্ছেন বলেও জানালেন এই গল্পকার।
তিনি বলেন, ‘মাত্রই তো রিলিজ হলো, তারপরেও এখন পর্যন্ত বেশ ইতিবাচক সাড়াই পাচ্ছি। দর্শকের পাশাপাশি বিভিন্ন শিল্পীরাও প্রশংসা করছেন, শেয়ার করছেন।’
এদিকে রাসেল মাহমুদ জানালেন, ক্লোজআপ কাছে গল্প নিয়ে যেহেতু দর্শকের একটা অন্যরকম আগ্রহ রয়েছে তাই তারা সামনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানানোর পরিকল্পনা করছেন, সেইসঙ্গে মিউজিক্যাল ফিল্মও।
উল্লেখ্য, এর আগে গত মাসে অন্তর্জালে উন্মুক্ত হয় ক্লোজআপ কাছে আসার গল্পের আরেক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নাচ-টাচ’, যেখানে জুটি হয়ে ধরা দিয়েছেন নতুন জুটি সাদ নাওভি ও সুমনা ইয়াসমিন। এটি মুক্তির পর দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলে।