বঙ্গবন্ধু নিয়ে পোস্ট করে যে ব্যাখ্যা দিলেন আরশ খান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি সপরিবারে হত্যার শিকার হন।
এই দিনটিতে সামাজিক মাধ্যমে অনেকেই এই হত্যাকাণ্ডকে স্মরণ করে শোক প্রকাশ করছেন। শোক প্রকাশ করছেন শোবিজ তারকারাও।
এই তালিকায় শামিল হয়েছে অভিনেতা আরশ খান। অভিনেতা আরশ খান সামাজিক মাধ্যমে স্মরণ করা বিষয়টিকে নিয়ে একটি পোস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার একটি লাইনকে ভুল আখ্যা দিয়েছেন।
আরশ খানের সেই পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। তবে এই পোস্ট কেন দিয়েছেন সেটা নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন পরে।
আরশ খান বলেন, ‘২৪ এর গণ-আন্দোলনে যতটুকু উপস্থিতি ছিল, আমার তা প্রকাশ্যে ছিল। আমার সামনে আমি দাঁড়িয়ে ছিলাম, আমার পেছনে আমি দাঁড়িয়ে ছিলাম। পাশে দাড়িয়েছিল আমার কমরেডসগণ। আমি আমার নাম-পরিচয় ব্যবহার করেছি, অন্য কারো পরিচয় ব্যবহার করিনি।’
তিনি বলেন, ‘নিজের বোধ এবং অনুভূতি তখনো লুকাইনি, এখনো লুকাব না। তখন ক্ষমতায় থাকা শক্তির সামনে মাথা নত করিনি, এখনো করব না। বঙ্গবন্ধুকে নিয়ে করা আমার পোস্টকে রাজনৈতিক পোস্ট ভাবার বা বানানোর সুযোগ নেই। শেখ মুজিবুর রহমান বলেন বা জিয়াউর রহমান বলেন আমার কাছে তারা উভয়ই সম্মানিত এবং বাংলাদেশপন্থী মানুষ। যে সরকার ক্ষমতায় বসুক আমি কখনো তাদের অসম্মান করতে রাজি না।’
এই অভিনেতা বলেন, ‘আপনারা যারা বাংলাদেশপন্থী না হয়ে শুধুমাত্র আওয়ামীপন্থী বা বিএনপিপন্থী মতবাদের মানুষ, তারা আমার এই আবেগের জায়গা বুঝবেন না এবং এ নিয়ে আমার কোনো আফসোস নেই। আমার জয় ও বাংলা, জিন্দাবাদ ও বাংলাই।’