আবারও সুযোগ পাচ্ছেন ‘ব্যর্থ’ বিজয়

এনামুল হক বিজয়ের দিনগুলো এখন কঠিন যাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে ব্যাট হাতে ছিলেন একেবারেই ব্যর্থ। দুই টেস্টে চার ইনিংস খেলে করেছিলেন দুটি ‘ডাক’, একটি এক অঙ্কের ইনিংসের পাশাপাশি সর্বোচ্চ খেলেন ১৯ রানের ইনিংস। স্বাভাবিকভাবেই তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে উঠেছিল নানা সমালোচনা।
তবু নির্বাচকরা আস্থা হারাননি তার ওপর। আবারও সুযোগ পাচ্ছেন বিজয়। অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে যাচ্ছেন তিনি। আগামী ২৮ থেকে ৩১ আগস্ট সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচে নামবেন এই ওপেনার।
বাংলাদেশ ‘এ’ দলের এই সফর মূলত অস্ট্রেলিয়ায় ২০২৬ সালের টেস্ট সিরিজের প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে। সে সময় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ (২০২৫-২৭) চক্রের দুই ম্যাচ খেলবে বাংলাদেশ।
বিজয়ের সঙ্গে আরও পাঁচ ক্রিকেটার যাচ্ছেন অস্ট্রেলিয়ায়—ইফতেখার হোসেন, অমিত হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ। দুই ধাপে ১৭ ও ১৮ আগস্ট দেশ ছাড়বেন তারা।
এদিকে ‘এ’ দলের কয়েকজন ক্রিকেটার ইতোমধ্যেই নুরুল হাসান সোহানের নেতৃত্বে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে আছেন অস্ট্রেলিয়ায়। এছাড়া টি-টোয়েন্টি দলের সদস্য পেসার হাসান মাহমুদেরও চার দিনের ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে। এছাড়া ওপেনার মোহাম্মদ নাঈম, অফস্পিনার নাঈম হাসান ও উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলামও সুযোগ পেতে পারেন এই ম্যাচে।