সিটির নম্বর ১০ এখন চেরকির

জ্যাক গ্রিলিশের ক্লাব ছাড়ার পর তার আইকনিক নং ১০ শার্ট ফরাসি মিডফিল্ডার রায়ান চেরকিকে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ২১ বছর বয়সী চেরকি ফিফা ক্লাব বিশ্বকাপের আগে লিওঁ থেকে ৩৬ মিলিয়ন ইউরোতে সিটিতে যোগ দিয়েছেন।
চেরকিকে সিটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে দেখছে। তার মসৃণ ড্রিব্লিং এবং সৃষ্টিশীলতা সিটির মধ্যমাঠে নতুন প্রাণ সঞ্চার করবে।
লিগ ওয়ানে তিনি গত মৌসুমে ১১টি অ্যাসিস্টকরেছেন এবং টিম অফ দ্য সিজন হয়েছেন। চেরকি তার পছন্দের অবস্থানও জানিয়েছেন, ‘আমি নং ১০-এ খেলতে চাই, তবে এখন আমার একমাত্র লক্ষ্য হচ্ছে খেলার সুযোগ পাওয়া। পজিশন আমার জন্য গুরুত্বপূর্ণ নয়, দলকে সাহায্য করাই প্রধান।’
অন্যদিকে, জ্যাক গ্রিলিশ ধারে এভারটনে গেছেন।
এভারটনের সঙ্গে চুক্তিতে আগামী গ্রীষ্মে প্রায় ৫০ মিলিয়ন পাউন্ডের স্থায়ী দলবদলের অপশন রাখা হয়েছে। ২০২১ সালে সিটির ব্রিটিশ রেকর্ড ফিতে নেওয়া এই মিডফিল্ডার শেষ মৌসুমে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি।
ম্যানচেস্টার সিটি নতুন মৌসুমের প্রিমিয়ার লিগ অভিযান শুরু করবে শনিবার উল্ভসের বিপক্ষে।