img

যুক্তরাষ্ট্রের হিউস্টনে ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক ডা. অজয় অগরওয়ালের (৬৩) স্বাস্থ্যবীমা জালিয়াতির অভিযোগে ২০ লাখ ডলারের বেশি অর্থ পরিশোধে রাজি হয়েছেন। দেশটির বিচার বিভাগ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। 

২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে মেডিকেয়ার ও শ্রম বিভাগের কর্মীদের ক্ষতিপূরণ হিসেবে ফেডারেল অর্থায়নে পরিচালিত স্বাস্থ্যসেবা কর্মসূচিতে জালিয়াতি করেন তিনি। কর্মসূচির সুযোগ নিয়ে ভুয়া সার্জিক্যাল ইমপ্লান্ট বিল দেখিয়ে ফেডারেল সরকারের অর্থ আত্মসাৎ করেন এই চিকিৎসক।

 

প্রতিটি বিলের বিপরীতে তিনি হাজার হাজার ডলার নিতেন, অথচ সেগুলোর জন্য কোনো অস্ত্রোপচার দরকার ছিল না। এ ছাড়া কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিতে হাসপাতাল বা সার্জিক্যাল সেন্টারের বদলে পুরো প্রক্রিয়াই তার নিজের ক্লিনিকে হতো। 

যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসের অ্যাটর্নি নিকোলাস জে. গাঞ্জেই বলেন, ‘যে চিকিৎসক সাধারণ ডিভাইস ব্যবহার করে রোগীকে চিকিৎসা দেন, অথচ সরকারের কাছে জটিল স্পাইনাল সার্জারির বিল দেন, তিনি আসলে যুক্তরাষ্ট্রের করদাতাদের ঠকাচ্ছেন। এ ধরনের জালিয়াতির ক্ষতিপূরণ দিতে হবে এবং অপরাধীদের জবাবদিহি করতে হবে।’

বিচার বিভাগের ২০২৩ সালের এক নথি থেকে জানা যায়, এর আগেও ডা. অগরওয়ালের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের অপ্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছিল। তার মালিকানাধীন ফার্মেসি ‘মেডলি’ (কাগজে-কলমে তার স্ত্রীর নামে) সেই প্রেসক্রিপশনগুলো জমা দিত।

মেডলির এক সাবেক কর্মী জানান, চাকরির সময়ে তিনি দেখেছেন রোগীদের অপ্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে, আবার অনেক সময় রোগীরা চিকিৎসকের সঙ্গে দেখা না করেই প্রেসক্রিপশন পেতেন। কর্মীদের নিয়মিতভাবে মাসিক ভিত্তিতে অটো-ফিল প্রেসক্রিপশন দিতে বলা হতো এবং আগে থেকে প্রিন্ট করে রাখা প্রেসক্রিপশন প্যাড ব্যবহার করে শ্রম বিভাগে বিলের জন্য পাঠানো হতো।

এই বিভাগের আরও খবর