স্বাধীনতা দিবস উদযাপনে পাকিস্তানে ফাঁকা গুলি, বহু হতাহত

পাকিস্তানে স্বাধীনতা দিবসের রাতে আনন্দ ও উৎসবের আবহ মুহূর্তেই রূপ নেয় মর্মান্তিক ট্র্যাজেডিতে। করাচিতে ‘উন্মত্ত’ ফাঁকা গুলিবর্ষণের জেরে প্রাণ হারিয়েছেন তিনজন, যাদের মধ্যে রয়েছেন এক প্রবীণ নাগরিক ও মাত্র আট বছরের এক শিশু কন্যা। শহরজুড়ে গুলিতে অন্তত ৬৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে জিও নিউজ।
খবরে বলা হয়েছে, আজিজাবাদ এলাকায় উৎসব চলাকালীন গুলির এক ভ্রান্তচালিত গুলি লাগে আট বছরের এক কন্যার গায়ে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
একইভাবে করাঙ্গি এলাকার বাসিন্দা স্টিফেনও প্রাণ হারান উচ্ছৃঙ্খল গুলির ঘটনায়। করাচির বিভিন্ন হাসপাতাল একাধিক গুলিবিদ্ধ রোগী রয়েছে। বেশিরভাগ আহতরা উৎসবের ভিড় ও গোলাগুলির মধ্যে আচমকা গুলিবিদ্ধ হন।
পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে এই বিপজ্জনক ও প্রাণঘাতী ‘উৎসবের ঐতিহ্য’কে কড়া ভাষায় নিন্দা জানানো হয়েছে।
এক পুলিশ মুখপাত্র বলেন, ‘আকাশে গুলি ছোড়া কোনো দেশপ্রেম নয়—এটি একটি ফৌজদারি অপরাধ।’ এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রশাসনের তরফে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। নাগরিকদের নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপন করার আহ্বান জানানো হয়েছে।
সূত্র : গালফ নিউজ।