শিহাব শাহীনের বিজ্ঞাপনে সামিয়া অথই

সামিয়া অথই কাজ করেছেন প্রেমপুরাণ, কাচের দেয়াল, ইনফিনিটি সিজন টু-এর মতো ওয়েবে। কাজ করেছেন দামাল চলচ্চিত্রেও। মোবারকনামায় অভিনয় করে আলোচনায় এসেছেন, এবার কাজ করলেন শিহাব শাহীনের বিজ্ঞাপনে।
সামিয়া অথই বলছিলেন, ‘অভিনয়ের জায়গাটায় নিজেকে আসলে পরিবর্তনশীল দেখতে চাই।
নিজেকে অনেক বৈচিত্র্যময় চরিত্রে দেখতে চাই, অনেক চরিত্র গড়তে চাই, চরিত্রে ঢুকতে চাই। এই পরিবর্তনশীলটাই আমি দেখতে চাই।’
এই চিন্তাসূত্র থেকেই সামাই অথইকে দেখা যাবে গুণী নির্মাতা শিহাব শাহীনের বিজ্ঞাপনে। একটি স্বাস্থ্যসেবা সম্পর্কিত অ্যাপের বিজ্ঞাপনে সম্প্রতি কাজ শেষ করলেন এই অভিনেত্রী।
মূলত মোবাইলে ঘরে বসেই জরুরি কিংবা নিয়মিত চিকিৎসাসেবার মাধ্যম হলো ঐ অ্যাপ। যার মাধ্যমে জরুরি ও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এবং চিকিৎসাসেবা পাওয়া যাবে।
এবারই নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে কাজ করলেন অথই। এর আগে প্রায় ২০টির মতো বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন।
নতুন এই বিজ্ঞাপনচিত্রে কাজ করার অভিজ্ঞতা দারুণ বলেই জানালেন এই অভিনেত্রী। বললেন, ‘আসলে শিহাব শাহীন ভাইয়ার সঙ্গে প্রথমবারের মতো কাজ করলাম, খুবই চমৎকার অভিজ্ঞতা হয়েছে। আমি একজন আর্টিস্ট, যেটা হয়—কোনো কোনো সীমাবদ্ধতার মুখোমুখি হতেই হয়। শিহাব শাহীন ভাইয়ের সঙ্গে কাজ করে তেমন কিছুই হয়নি। সব কর্মী এত সক্রিয় যে খুব নিখুঁতভাবে কাজ সম্পন্ন হয়েছে।
’
এদিকে সামিয়া অথই শ্রাবণী ফেরদৌসের ‘নাগামরিচ’ নামের একটি নাটকে কাজ করেছেন। এই নাটকে নারীকেন্দ্রিক চরিত্রে তাকে দেখা যাবে। কয়েকদিনের মধ্যেই নাটকটি ক্লাব এলিভেন-এর চ্যানেলে মুক্তি পাবে।