img

রেকর্ড গড়া সেঞ্চুরির স্বীকৃতি পেয়েছেন দেওয়াল্ড ব্রেভিস। আইসিসি র‌্যাংকিংয়ে বিরাট লাফ দিয়েছেন ‘বেবি এবি’ খ্যাত দক্ষিণ আফ্রিকার ব্যাটার। তিন অংকের ইনিংসটির জন্য ৮০ ধাপ এগিয়েছেন তিনি।

এতে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে উঠে এসেছেন ব্রেভিস।

 

৬১৪ রেটিং নিয়ে ২১ নম্বরে আছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ১২৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ২৫ বছর বয়সী ব্যাটার। ১২ চার ও ৮ ছক্কায় সাজান তার ইনিংসটি প্রোটিয়াদের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। সঙ্গে ২২ বছর ১০৫ দিন বয়সে দক্ষিণ আফ্রিকার সর্বকণিষ্ঠ ব্যাটার হিসেবেও রেকর্ড গড়েছেন।

 

উন্নতি হয়েছে ব্রেভিসের সতীর্থ ত্রিস্তান স্তাবসেরও। ১২ ধাপ এগিয়ে ২৮ নম্বরে আছেন তিনি। অন্যদিকে উন্নতি হয়েছে দুই অস্ট্রেলিয়ান ব্যাটার টিম ডেভিড ও ক্যামেরন গ্রিনেরও। দুজনই ৬ ধাপ করে এগিয়েছেন।

 

অলরাউন্ডার গ্রিনের ১৭ নম্বরের বিপরীতে ক্যারিয়ারসেরা র‌্যাংকিং ১০ নম্বরে জায়গা পেয়েছেন ডেভিড। শীর্ষে আছেন ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা।

 

অন্যদিকে বোলারদের র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ২০ নম্বরে জশ হ্যাজলউড। ১৫ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে আছেন কাগিসো রাবাদা। আর তার সতীর্থ লুঙ্গি এনগিডি ১৪ ধাপ এগিয়ে ৫০ নম্বরে আছেন।

 

শীর্ষ আটে কোনো পরিবর্তন নেই। ৭১৭ রেটিংয়ে চূড়ায় নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি।

 

এই বিভাগের আরও খবর