img

জিয়ানলুইজি দোন্নারুম্মার প্রশংসায় শুরু, কিন্তু শেষটা হলো বিরক্তি আর ক্ষোভে। টটেনহ্যামের বিপক্ষে উয়েফা সুপার কাপের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এক পর্যায়ে সাফ জানিয়ে দিলেন পিএসজির কোচ লুইস এনরিকে—এই গোলকিপারকে নিয়ে আর কোনো প্রশ্নের উত্তর দেবেন না।

দোন্নারুম্মাকে ঘিরে পিএসজিতে টানাপোড়েন চলছিল কিছুদিন ধরেই। গত মৌসুমে ট্রেবল জয়ের নায়ক হয়েও কোচের মন জয় করতে পারেননি তিনি।

 

এর মধ্যে লিঁল থেকে ফরাসি গোলকিপার লুকাস শেভালিয়েকে পাঁচ বছরের চুক্তিতে দলে নেওয়ার পরই স্পষ্ট হয়ে যায়, জায়গা হারাচ্ছেন দোন্নারুম্মা। টটেনহ্যামের বিপক্ষে স্কোয়াডেই রাখা হয়নি তাকে। হতাশ দোন্নারুম্মা পরে সামাজিক মাধ্যমে জানান, ‘একজনের কারণে’ ক্লাব ছাড়তে বাধ্য হচ্ছেন তিনি।

 

সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, ‘দোন্নারুম্মা বিশ্বের সেরাদের একজন, মানুষ হিসেবেও দুর্দান্ত।

 

তবে আমরা ভিন্ন প্রোফাইলের একজন কিপার চাইছি। এই ধরনের সিদ্ধান্ত সবসময় কঠিন, কিন্তু দলকে আরও উন্নত করাই আমার লক্ষ্য।’

 

ইতালির উদিনেতে হতে যাওয়া ম্যাচে ইতালিয়ান সাংবাদিকদের ভিড় ছিল স্বাভাবিক। ফলে প্রশ্নের বন্যা বয়ে যায় দোন্নারুম্মা প্রসঙ্গে।

 

একপর্যায়ে এনরিকে বিরক্ত হয়ে বলেন, ‘এটা নিয়ে আর কোনো প্রশ্ন নয়। সিদ্ধান্ত আমি নিয়েছি, ক্লাব নিয়েছে এবং ক্লাব আমার পাশে আছে। এখন সব পক্ষের জন্য সেরা সমাধান খুঁজতে হবে।’

 

পিএসজি অধিনায়ক মার্কিনিউস অবশ্য মন্তব্য করেন, ‘ফুটবলাররা আসে-যায়, ক্লাব আর ইতিহাস থেকে যায়। দোন্নারুম্মা থেকে গেলে আমরা খোলা মনে আলিঙ্গন করব, চলে গেলে ধন্যবাদ জানাব।

 

গত মৌসুমে যা করেছে, তা অবিশ্বাস্য।’

 

এই বিভাগের আরও খবর