img

আসন্ন মৌসুমের জন্য বড়সড় পরিবর্তন এনেছে রিয়াল মাদ্রিদ। নতুন কোচ জাবি আলোনসো রক্ষণভাগে শক্তি বাড়ালেও আগামী মৌসুমে নজর থাকবে মাঝমাঠে। ম্যানচেস্টার সিটির তারকা রদ্রিকে দলে টানতে চাইছে লস ব্লাঙ্কোরা, তবে সিটি নতুন চুক্তি দিয়ে তাকে ধরে রাখতে চাইছে।

এমন পরিস্থিতিতে বিকল্প খুঁজতে নেমে স্প্যানিশ জায়ান্টদের নজরে এসেছে ক্রিস্টাল প্যালেসের তরুণ মিডফিল্ডার অ্যাডাম হোয়ারটন।

 

মাত্র ২১ বছর বয়সেই হোয়ারটন প্রিমিয়ার লিগে নিজেকে প্রমাণ করেছেন। ১৮ মাস আগে ব্ল্যাকবার্ন রোভার্স থেকে ১৮ মিলিয়ন পাউন্ডে প্যালেসে যোগ দিয়ে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড জয়ের নায়ক হয়েছেন তিনি।

 

প্যালেস এই প্রতিভাবান ইংলিশ মিডফিল্ডারের জন্য কমপক্ষে ৬০ মিলিয়ন পাউন্ড দাবি করছে। ইতোমধ্যেই লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও টটেনহামের আগ্রহ রয়েছে তার প্রতি।

 

তবে ডেইলি মেইলের প্রতিবেদন বলছে, ইউরোপের অন্যান্য বড় ক্লাবের মতোই রিয়াল মাদ্রিদও ঘনিষ্ঠভাবে নজর রাখছে তার পারফরম্যান্সে।

 

যদিও চলতি মৌসুমে হোয়ারটনের জন্য কোনো প্রস্তাব আসার সম্ভাবনা নেই, তবু ২০২৬ সালের ট্রান্সফার মার্কেটে তিনি হয়ে উঠতে পারেন সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। রিয়াল মাদ্রিদে যোগ দিলে তিনি জুড বেলিংহামের পর দ্বিতীয় ইংলিশ তারকা হবেন, যিনি সান্তিয়াগো বার্নাব্যুয়ের পথে পা বাড়াবেন।

এই বিভাগের আরও খবর