ওয়েব নাকি সিনেমা, কী নিয়ে ব্যস্ত শিহাব শাহীন?

গেল কয়েক বছর ধরেই নির্মাতা হিসেবে বেশ ফর্মে রয়েছেন শিহাব শাহীন। সেটা নাটক হোক, ওটিটি কিংবা সিনেমা। নাটকের কাজ কমিয়ে ব্যস্ততা বাড়িয়েছেন ওয়েবে, একই সঙ্গে সিনেমাতেও। যার দরুণ বলা যায়, এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে বেশ চাঙা সময় পার করছেন জনপ্রিয় এই নির্মাতা।
সদ্য ঈদে ওয়েব এবং বড় পর্দা দুই মাধ্যমেই ছিলেন তিনি। উপহার দিয়েছেন ‘দাগী’র মতো হিট সিনেমা এবং ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ ওয়েব। এরপর থেকে থেমে নেই শিহাব শাহীন। একের পর এক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
এর মধ্যে শেষ করেছেন দুই সঙ্গীতশিল্পী প্রীতম হাসান ও জেফারকে নিয়ে ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’, এরপর শেষ করেছেন ছয়টি বিজ্ঞাপনের শুটিং। এখন ব্যস্ত রয়েছেন তার আসন্ন ওয়েব সিরিজ ও সিনেমার স্ক্রিপ্টিং নিয়ে।
নতুন একটি সিনেমার গল্প লেখা শেষ করেছেন ইতিমধ্যে যা নিয়ে নতুন বছরের শুরুতে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। তার আগে শেষ করতে চান বহুল প্রতীক্ষিত সিরিজ ‘গোলাম মামুন ২’ এর শুটিং।
কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে শিহাব শাহীন বলেন, ‘বেশ ভালোই ব্যস্ততা যাচ্ছে। কাজের মধ্যেই আছি। ‘তুমি আমি শুধু’ ওয়েবের কাজটা শেষ করলাম। এ মাসেই জমা দেব, এরপর হয়তো আগামী মাসে রিলিজ হতে পারে। এরমধ্যে একটি সিনেমার গল্প নিয়ে কাজ করেছি, এরপর বিজ্ঞাপনের শুট করেছি।
এর আগে কখনো বিজ্ঞাপন বানানো হয়নি, এবারই প্রথম। একটা অদ্ভুত রকমের অভিজ্ঞতা। ব্যস্ততার মধ্যেই যাচ্ছে সময়টা।’
‘গোলাম মামুন’ এর সিক্যুয়াল কবে থেকে শুরু হচ্ছে, এমন প্রশ্নে নির্মাতা বললেন, ‘এখন স্ক্রিপ্টিং চলছে, এই মাসটা লেগে যাবে। সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝিতে শুটিং শুরু করব।’
তবে সিনেমা প্রসঙ্গে এখনই কিছু বলতে চাইলেন না। শুধু এটুক জানালেন, বেশ কিছু প্রস্তাব এসেছে, সবকিছু চূড়ান্ত হলে তখনই জানাবেন।