জুলাই বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানাতে ‘রান ফর জুলাই ব্রেভহার্টস’

এ আয়োজন শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, এটি নিজেকে জয় করার প্রচেষ্টা এবং সাহসিকতার প্রতীক ‘জুলাই বিপ্লবীদের’ প্রতি সম্মান প্রদর্শনের এক শক্তিশালী বার্তা।
বাংলাদেশের ইতিহাসে জুলাই মাস সাহস, প্রতিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক। এ মাসে ঘটে যাওয়া সাহসিকতার স্মৃতিকে স্মরণ করে, দেশের সর্বত্র ছড়িয়ে থাকা সাহসী জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে জমসে আয়োজন করছে ‘রান ফর জুলাই ব্রেভহার্টস অ্যাওয়ার্ড বাই উলানজি’।
দেশের যেকোনো প্রান্ত থেকেই অংশ নেওয়া যাবে এ রানিং ইভেন্টে।
প্রতিযোগিতায় প্রতিটি অংশগ্রহণকারীকে ৭ কিলোমিটার দৌড়াতে হবে। সংখ্যাটি বেছে নেওয়া হয়েছে জুলাই বিপ্লবের প্রতীক হিসেবে। শারীরিক সুস্থতা ও সামাজিক সচেতনতার মেলবন্ধনে এ দৌড়কে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
বিশেষভাবে নতুনদের দৌড়ে উৎসাহিত করতে কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।
অংশগ্রহণকারী নিজের সুবিধামতো সময়ে ‘স্ট্রাভা’ রানিং অ্যাপ চালু করে ৭ কিলোমিটার দৌড় সম্পন্ন করবেন। দৌড় শেষে অ্যাপে জমা হওয়া রান ডাটার লিংক নির্ধারিত ফর্মে জমা দিতে হবে।
রান ডাটা জমা দেওয়ার পর অংশগ্রহণকারীর প্রদত্ত ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাবে আকর্ষণীয় মেডেল ও গিফট বক্স। জুলাই ০১, ২০২৫ থেকে শুরু হওয়া এ ভার্চুয়াল রান ইভেন্টে রেজিস্ট্রেশন করা যাবে আগস্ট ১০, ২০২৫ পর্যন্ত।
আয়োজকদের ভাষ্যে, এ আয়োজন শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, এটি নিজেকে জয় করার প্রচেষ্টা এবং সাহসিকতার প্রতীক ‘জুলাই বিপ্লবীদের’ প্রতি সম্মান প্রদর্শনের এক শক্তিশালী বার্তা।