ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু নিয়ে উয়েফাকে তোপ দিলেন সালাহ

লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফার প্রতি তীব্র প্রশ্ন তোলেন, কারণ তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্যালেস্তাইনের ফুটবল তারকা সুলেমান আল-ওবেইদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে পোস্ট দিয়েছে, সেখানে তার মৃত্যুর পেছনের কারণ উল্লেখ করেনি।
বৃহস্পতিবার, প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছিল, গাজার দক্ষিণ অংশে মানবিক সাহায্যের জন্য অপেক্ষাকালে আল-ওবেইদ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ৪১ বছর বয়সী আল-ওবেইদ, যিনি ‘প্যালেস্তাইনিয়ান পেলে’ নামে পরিচিত।
ইউয়েফা শুক্রবার এক পোস্টে লিখে, “সুলেমান আল-ওবেইদ, ‘প্যালেস্তাইনিয়ান পেলে’-কে বিদায়।
অন্ধকার সময়েও অনেক শিশুদের জন্য আশা দিয়েছেন তিনি।” এই পোস্টে নিহতের পেছনের রাজনৈতিক বা সামরিক পরিস্থিতির কোনো উল্লেখ ছিল না।
এর প্রতিবাদে, শনিবার সালাহ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘তাঁর মৃত্যু কিভাবে, কোথায় এবং কেন হয়েছে তা কি আমাদের বলতে পারেন?’
ইসরায়েল ৭ অক্টোবর ২০২৩ থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে। এতে ফিলিস্তিনে হাজার হাজার প্রাণহানি ঘটেছে।
জাতিসংঘ জানিয়েছে, গাজায় মানবিক সহায়তার জন্য অপেক্ষাকালে খাবারের অভাবে বহু প্যালেস্তাইনি প্রাণ হারিয়েছেন।