বর্ণবাদী বক্তব্যের অভিযোগে চাদের সাবেক প্রধানমন্ত্রীর ২০ বছরের কারাদণ্ড

সহিংসতা উস্কে দেওয়া, বর্ণবাদী ও বিদেশীবিদ্বেষী বক্তব্য প্রচারের অভিযোগে চাদের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা সুচেস মাসরাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল শনিবার (৯ আগস্ট) দেশটির রাজধানী এন’জামেনার একটি আদালতে এই রায় দেওয়া হয়। মাসরার আইনজীবী কাদজিলেম্বে ফ্রান্সিস জানান, তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তার ভাষায়, ‘মাসরাকে অন্যায়ভাবে অপমান ও দোষারোপ করা হয়েছে।’
মাসরা ট্রান্সফরমারস পার্টির প্রধান এবং চাদের প্রেসিডেন্ট মাহামত ডেবির কড়া সমালোচক। গত বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন। মে মাসে দক্ষিণ-পশ্চিম চাদের লোগোন অক্সিডেন্টালে কৃষক ও পশুপালকদের সংঘর্ষে ৩৫ জন নিহত ও ৬ জন আহত হন। এই ঘটনায় মাসরাসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা হয়, যাদের বেশিরভাগই নাগাম্বায়ে জাতিগোষ্ঠীর।
নাগাম্বায়ে জনগোষ্ঠী মূলত দেশের দক্ষিণের খ্রিস্টান ও সর্বপ্রাণবাদীদের মধ্যে জনপ্রিয়।
মাসরা অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য, বিদেশীদের প্রতি ঘৃণা এবং গণহত্যার প্ররোচনার অভিযোগ মিথ্যা। আদালত কক্ষ ছাড়ার আগে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘দৃঢ় থাকুন।’ তার দল জানিয়েছে, দিনের শেষে তারা একটি বিশেষ বার্তা দেবে।
২০২২ সালে সমর্থকদের ওপর সহিংস দমন-পীড়নের পর মাসরা দেশ ছেড়ে যান। তবে ২০২৪ সালে সাধারণ ক্ষমার আওতায় ফিরে আসেন। সেই বছর প্রেসিডেন্ট নির্বাচনে ডেবির বিরুদ্ধে লড়ে হেরে যান এবং ফলাফলকে কারচুপিপূর্ণ বলে দাবি করেন। পরে ডেবির সঙ্গে সমঝোতায় পৌঁছে প্রধানমন্ত্রী হন। ডেবি ২০২১ সালে সামরিক শাসক হিসেবে ক্ষমতা নেন এবং এ বছর সংসদীয় নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি পদকে বৈধতা দেন, যা মাসরা ও তার দল বিরোধিতা করে।
সূত্র : আল জাজিরা