img

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার জন্য তিনি আগামী ১৫ আগস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন। গতকাল শুক্রবার (৮ আগস্ট) হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের স্বাগত জানানোর সময় তিনি এ ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, ‘শান্তিপূর্ণ সমাধানের অংশ হিসেবে ভূখণ্ড বিনিময় একটি সম্ভবনা হতে পারে, যা অনেকের কাছে বিতর্কিত। তিনি বলেন, আমরা রাশিয়া দিয়ে শুরু করব।

 

’ তবে, রাশিয়ার সঙ্গে আলোচনার নতুন করে কী পরিবর্তন এসেছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

 

তিনি শুধু বলেন, ‘এটা খুবই জটিল। কিন্তু আমরা কিছু ফিরে পাব এবং কিছু পরিবর্তন করব। উভয়ের ভালোর জন্য কিছু অঞ্চলের অদলবদল হবে, তবে সে বিষয়ে পরে বা আগামীকাল কথা বলব।’

 

ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের অবস্থান
ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা বরাবরই এমন কোনো চুক্তির বিরোধিতা করে এসেছে যেখানে রাশিয়া দখলকৃত অঞ্চলগুলো—যেমন ক্রিমিয়া, দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া রাখার সুযোগ পায়। অন্যদিকে, পুতিনও একাধিকবার বলেছেন, ২০১৪ সাল থেকে দখল করা অঞ্চলগুলো ছাড়া চুক্তি সম্ভব নয়। তিনি ইউক্রেনের পশ্চিমা সহায়তা বন্ধ এবং ন্যাটোতে যোগদানের প্রচেষ্টা থামানোরও আহ্বান জানিয়েছেন।

বৈঠকের জায়গা নিয়ে প্রশ্ন
পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও, এই বৈঠক আলাস্কায় অনুষ্ঠিত হবে বলে ট্রাম্প ঘোষণা করেছেন।

আইসিসি সদস্যদেশে পুতিন প্রবেশ করলে তাকে গ্রেপ্তারের সম্ভাবনা থাকলেও, যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় এবং তাদের কর্তৃত্ব স্বীকার করে না। এর আগে বৈঠকের স্থান হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম শোনা গেলেও, শুক্রবার ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট দিয়ে জানিয়েছেন, পুতিনকে তিনি আমন্ত্রণ জানাচ্ছেন আলাস্কায়।

 

আলাস্কা রাশিয়ার মূল ভূখণ্ড থেকে মাত্র ৫৫ মাইল দূরে, মাঝখানে রয়েছে বেরিং প্রণালী। এটি যুক্তরাষ্ট্রের উত্তরতম রাজ্য হওয়ায় এখানে পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক সম্ভব বলে মনে করছেন ট্রাম্প। যদি এই বৈঠক হয়, তবে এটি হবে ২০১৯ সালের পর ট্রাম্প ও পুতিনের প্রথম সরাসরি মুখোমুখি বৈঠক।

 

 

সূত্র : আল জাজিরা

এই বিভাগের আরও খবর


সর্বশেষ