‘ভারতের অর্থনীতি মৃত’—ট্রাম্পের মন্তব্যের বিরোধিতা বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘ভারত ও রাশিয়া, দুই দেশের অর্থনীতিই মৃত’। তবে এ মন্তব্যের বিরোধিতা করে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ভারতের ৬ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধির হার এবং কৌশলগত বাণিজ্য সমন্বয় দেশকে আরো সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
শুক্রবার (৮ আগস্ট) বিটি ইন্ডিয়ার ইভেন্টের বক্তৃতায় এ কথা বলেন তিনি। এ সময় পীযূষ গোয়েল ক্রমবর্ধমান শুল্ক বাধা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাসহ বিশ্বব্যাপী বাণিজ্য অংশীদারিত্ব জোরদার করার জন্য ভারতের চলমান প্রচেষ্টার কথা তুলে ধরেছেন।
গোয়েল আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে ২০২৫-২৬ অর্থবছরে ভারতের রপ্তানি গত বছরের ৮২৫ বিলিয়ন ডলারের রেকর্ড ছাড়িয়ে যাবে।
তিনি বলেন, আমরা অনেক দেশের সঙ্গে আলোচনা করছি। যেমন ওমান, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, চিলি, পেরু, নিউজিল্যান্ড। আরো অনেকে ভারতের সঙ্গে আলোচনা শুরু করতে চায়।
ভারতের ১৪০ কোটি মানুষের জনসংখ্যাগত সুবিধা এবং এর বিশাল অভ্যন্তরীণ বাজারকে বিশ্বব্যাপী বাণিজ্য আগ্রহ আকর্ষণের মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেন।
ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র গত মার্চ মাস থেকে একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে। যার পরবর্তী ধাপের আলোচনা আগস্টের শেষের দিকে নির্ধারিত হয়েছে। ৭ আগস্ট থেকে শুরু হওয়া ২৫ শতাংশ এবং ২৭ আগস্ট থেকে বাকি ২৫ শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপের পর এই আলোচনা জরুরি হয়ে পড়েছে।
এই শুল্ক সত্ত্বেও গোয়েল আশাবাদী ছিলেন।
তিনি বলেন, আমি বিশ্বায়নের কোনো বিচ্ছিন্নতা দেখছি না। আমি দেখছি দেশগুলো তাদের বাণিজ্য রুট এবং অংশীদারদের পুনর্গঠন করবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমি বেশ আত্মবিশ্বাসী যে এই বছর ভারত গত বছরের তুলনায় আরো বেশি রপ্তানি করবে।
তিনি সংযুক্ত আরব আমিরাত, মরিশাস, অস্ট্রেলিয়া, ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থা (ইএফটিএ) এবং যুক্তরাজ্যের সঙ্গে স্বাক্ষরিত সাম্প্রতিক বাণিজ্য চুক্তির কথাও উল্লেখ করেছেন, যা ভারতের ক্রমবর্ধমান বিশ্ব বাণিজ্যের দিকটি ইঙ্গিত করে।
গোয়েল দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতি হিসেবে ভারতের অবস্থানের ওপর জোর দেন, যা উদীয়মান বাজারগুলোর মধ্যে সর্বনিম্ন মুদ্রাস্ফীতির হারের সঙ্গে বিশ্বব্যাপী প্রবৃদ্ধিতে ১৬ শতাংশ অবদান রাখে। তিনি বলেন, আমাদের সামষ্টিক অর্থনৈতিক মৌলিক বিষয়গুলো সেরা। ভারত আজ শক্তিশালী, আরো আত্মবিশ্বাসী।
এ সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অর্থনৈতিক সমালোচনা নিয়েও কথা বলেছেন পীযূষ গোয়েল। এসব সমালোচনাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়েছেন তিনি। বিরোধী দলগুলো ভুয়া বয়ানের মাধ্যমে সংসদীয় কার্যক্রম ব্যাহত করার অভিযোগ করেন বাণিজ্যমন্ত্রী।
নির্বাচনী কারচুপির বিষয়ে রাহুল গান্ধীর অভিযোগের জবাবে গোয়েল দাবিগুলোকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন। বিশ্বব্যাপী স্বীকৃত অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ভারতের নির্বাচন কমিশনের প্রশংসা করেছেন বলে তিনি জানান।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া