ম্যানইউর আর্জেন্টাইন তারকা কি তাহলে চেলসিতেই যাচ্ছেন?

ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচো এই গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে ক্লাব ছেড়ে চেলসিতে যোগ দিতে যাচ্ছেন। সূত্রের খবর, গার্নাচো ব্যক্তিগত শর্তে চেলসির সঙ্গে সবকিছু চূড়ান্ত করেছেন এবং এখন ক্লাব দুটির মধ্যে ফি নিয়ে আলোচনা চলছে।
২১ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গার গার্নাচো এই গ্রীষ্মে শুধু চেলসিতে যোগ দেওয়া অথবা ম্যানইউতেই থাকার কথা ভাবছেন। তবে ম্যানইউ কোচ রুবেন আমোরিম স্পষ্ট করে দিয়েছেন, গার্নাচোকে নতুন ক্লাব খুঁজে নিতে হবে।
আমোরিমের কথায়, গার্নাচো নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে চান এবং এটা ফুটবলের স্বাভাবিক অংশ। যদিও গার্নাচো ইউরোপা লীগ ফাইনাল পর পরেই ক্লাব ছাড়ার পরামর্শ পেয়েছিলেন। ফলে গ্রীষ্মের ট্যুরেও তাকে রাখা হয়নি।
গার্নাচো জানুয়ারিতে চেলসিতে যোগ দেওয়ার খুব কাছে পৌঁছেছিলেন, তবে শেষ মুহূর্তে চুক্তি সম্পন্ন হয়নি।
তবে গ্রীষ্মের টানাপড়েনের মধ্যেও চেলসির সঙ্গে তার যোগদান নিয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।
ম্যানচেস্টার ইউনাইটেড গার্নাচোর জন্য প্রায় ৬০ মিলিয়ন পাউন্ড চেয়েছিল, তবে এখনো পুরো অর্থ পাবে কিনা তা নিশ্চিত নয়। ১৬ বছর বয়সে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ইউনাইটেডে আসা গার্নাচো ‘হোম-গ্রোন’ খেলোয়াড় হওয়ায় তার ট্রান্সফার থেকে অর্থনৈতিক লাভের ব্যাপারটিও গুরুত্বপূর্ণ।
২০২০ সালে অ্যাতলেতিকো মাদ্রিদের একাডেমি থেকে ইউনাইটেডে যোগ দেওয়া গার্নাচো এখন পর্যন্ত ১৪৪টি ম্যাচে ২৬ গোল করেছেন।