চীনে আকস্মিক বন্যায় মৃত ১০, নিখোঁজ ৩৩

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ১০ জন নিহত হয়েছে ও ৩৩ জন নিখোঁজ রয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ‘৭ আগস্ট থেকে টানা ভারি বৃষ্টিপাতে...আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। ৮ আগস্ট স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে ও ৩৩ জন নিখোঁজ রয়েছে।’
চীনের প্রেসিডেন্ট শি চিনপিং নিখোঁজদের উদ্ধারে ‘সর্বোচ্চ প্রচেষ্টা’ চালানোর নির্দেশ দিয়েছেন জানিয়ে সিসিটিভি আরো বলেছে, ‘চরম আবহাওয়ার ঘন ঘন আবির্ভাবের’ কারণে শি সব অঞ্চলকে ‘সতর্কতাহীনতা দৃঢ়ভাবে কাটিয়ে উঠতে’ এবং ঝুঁকি শনাক্তকরণে প্রচেষ্টা জোরদার করার নির্দেশ দিয়েছেন।
চীনের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ উইবোতে যে ভিডিও প্রকাশ করেছে, তাতে উদ্ধারকর্মীদের একটি গ্রামে প্রবাহিত পানির ভেতর দিয়ে লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে দেখা গেছে। আর গানসু প্রাদেশিক সরকার যে ছবি প্রকাশ করেছে, তাতে কাদামাটি ও বড় বড় পাথরে রাস্তা ঢাকা পড়ে থাকতে দেখা গেছে।
চীনে প্রাকৃতিক দুর্যোগ একটি সাধারণ ঘটনা, বিশেষ করে গ্রীষ্মকালে, যখন কোনো কোনো অঞ্চলে ভারি বৃষ্টি হয়, আবার অন্য অঞ্চল তীব্র দাবদাহে পুড়ে যায়।
বেইজিংয়ের উত্তরাঞ্চলে গত মাসে ভারি বৃষ্টিপাতে ৪৪ জনের মৃত্যু হয়েছিল, যার মধ্যে রাজধানীর গ্রামীণ উপকণ্ঠ অঞ্চল ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।
এ ছাড়া চীন বিশ্বের সবচেয়ে বড় গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ, যা জলবায়ু পরিবর্তন ঘটিয়ে চরম আবহাওয়া আরো ঘন ঘন ও তীব্র করে তোলে। তবে চীন একই সঙ্গে বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানির প্রধান শক্তিও, যারা ২০৬০ সালের মধ্যে তাদের বিশাল অর্থনীতিকে কার্বন নিরপেক্ষ করার লক্ষ্য নিয়েছে।