img

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সম্ভাব্য ভবিষ্যৎ ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ ক্লাব ফুলহামের যুব দলে একের পর এক গোল করে যাওয়া এই তরুণের পারফরম্যান্স নজর কেড়েছে সবার। বয়স মাত্র ১৮, কিন্তু মাঠে তার উপস্থিতি যেন পরিণত খেলোয়াড়ের মতো।

ফুলহামের অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২১ দলের নিয়মিত সদস্য ফারহান।

গত মৌসুমে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে করেছেন ৭ গোল। অনূর্ধ্ব-২১ দলের হয়ে প্রিমিয়ার লিগ ইন্টারন্যাশনাল কাপে অভিষেকেই পেয়েছেন গোলের দেখা। ক্লাব কর্তৃপক্ষও তাই দেরি না করে তার সঙ্গে পেশাদার চুক্তি করে ফেলেছে।

 

মাত্র ১২ বছর বয়সে চেলসির অ্যাকাডেমি থেকে ফুলহামে আসা ফারহান মূলত উইঙ্গার পজিশনে খেলেন।

গতির সঙ্গে সঙ্গে বল কন্ট্রোল ও প্রতিপক্ষের ডিফেন্স ভেদ করার দক্ষতা তাকে করেছে আলাদা। কোচদের চোখে তিনি এখন ফুলহামের ভবিষ্যতের তারকা।

 

এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, দেশের ফুটবলে ইউরোপীয় ঘরানার খেলোয়াড় সংযুক্ত করার চিন্তাভাবনার অংশ হিসেবেই নজর রাখা হচ্ছে ফারহানের ওপর। যদিও তরুণ এই ফুটবলারের এখন একমাত্র লক্ষ্য ফুলহামের সিনিয়র দলে জায়গা করে নেওয়া।

এরপরই জাতীয় দল নিয়ে ভাবতে চান তিনি।

 

বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান আলী ওয়াহিদের সম্ভাব্য আগমন জাতীয় দলের জন্য হতে পারে বড় এক পাওয়া। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী, কানাডা প্রবাসী শমিত সোম এবং ইতালিতে খেলা ফাহামিদুল ইসলামের মতো প্রবাসীরা এসেছেন বাংলাদেশের ফুটবল অঙ্গনে। এবার সেই তালিকায় যুক্ত হতে পারেন ফুলহামের ফারহান। 

এই বিভাগের আরও খবর


সর্বশেষ