img

দক্ষিণ ফ্রান্সে একটি বিশাল দাবানলে এখন পর্যন্ত একজন নারীর মৃত্যু হয়েছে এবং অন্তত নয়জন আহত হয়েছেন। দাবানলে ইতিমধ্যে ১১ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এই খবর।

গতকাল মঙ্গলবার বিকেলে ফ্রান্সের ওড ডিপার্টমেন্টে ( ভূমধ্যসাগরীয় উপকূল থেকে কিছুটা অভ্যন্তরে অবস্থিত) এই আগুনের সূত্রপাত হয়।

 

সেখানে ১ হাজার ৫০০-এর বেশি দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন।

 

ওড প্রিফেকচারের বরাতে জানানো হয়েছে, একজন নারী নিজের বাড়িতে আগুনে পুড়ে মারা গেছেন। আরো দুইজন আহত হয়েছেন। যাদের মধ্যে একজন গুরুতর দগ্ধ এবং আশঙ্কাজনক।

 

দাবানলে সাতজন দমকলকর্মীও আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া একজন নিখোঁজ রয়েছেন।

 

ওড প্রিফেকচারের সেক্রেটারি জেনারেল লুসি রোশ বলেন, ‘আগুন এমন এক এলাকায় ছড়িয়ে পড়ছে যেখানে দাবানলের বিস্তার ঘটার সব উপযোগী পরিবেশ বিদ্যমান। আমরা আগুনের ওপর নজর রাখছি।’

 

তিনি জানান, দমকলকর্মীরা ভোরের দিকে আকাশপথে সহায়তা পাওয়ার আশা করছেন। তবে তিনি সতর্ক করে বলেন, ‘এই আগুন আমাদের আরো কয়েকদিন ব্যস্ত রাখবে। এটি একটি দীর্ঘমেয়াদি অভিযান।’ উচ্চ আর্দ্রতার কারণে রাতে আগুনের গতি কিছুটা কমে যায় বলেও তিনি উল্লেখ করেন।

দাবানলের কারণে বেশ কয়েকটি ক্যাম্পিং গ্রাউন্ড এবং একটি গ্রাম আংশিকভাবে সরিয়ে নেওয়া হয়েছে।

 

পাশাপাশি, স্থানীয় কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় বলেন, ‘জাতির সব সম্পদ দাবানল মোকাবেলায় ব্যবহার করা হচ্ছে।’ তিনি জনগণকে ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বনের আহ্বান জানান।

 

উল্লেখ্য, ওড অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে পুড়ে যাওয়া জমির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এতে অব্যাহত খরা এবং আঙ্গুরের খেত উজাড় করে ফেলা অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে, যা আগে দাবানলের বিস্তার ঠেকাতে সহায়ক ছিল।

সূত্র : এএফপি

এই বিভাগের আরও খবর


সর্বশেষ